অস্ট্রেলিয়া সাইজ এবার স্যামি ঝড়ে
স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জস হেইজেলউডের দারুণ এক হ্যাটট্রিকের পরও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আটকাতে পারেনি অস্ট্রেলিয়া। অধিনায়ক ড্যারেন স্যামির ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে জিতেছে ২০১২ সালের চ্যাম্পিয়নরা।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৪৫ রানে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এই জয়ে মূল পর্বের আগে আত্মবিশ্বাসও ফিরে পেল।কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার টস জিতে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসনের উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া।
সুলিমান বেনের করা নবম ওভারের দ্বিতীয় বলে ফিঞ্চ(২৪ বলে ৩৩) আউট হলে ভাঙে তাদের ৭৬ রানের জুটি। ৩৯ বলে ৪টি করে চার ও ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬০ রান করে আউট হন ওয়াটসন।
এর পর আর কোনো বড় জুটি না হওয়ায় ৯ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথ দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন।২১ রান খরচায় ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার ডোয়াইন ব্রাভো।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। হেইজেলউডের করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জ্যাসন হোল্ডার। পরের দুই বলে যথাক্রমে মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভোকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন বাঁ-হাতি এই পেসার ।
এরপর নিয়মিত বিরতিতে আর দুই উইকেট হারালে তাদের স্কোর দাঁড়ায় ৮.৫ ওভারে ৫ উইকেটে ৪৯ রান। এর পর দলের হাল ধরেন স্যামি। ২৮ বলে ৬টি চার ও একটি ছয়ে অপরাজিত ৫০ রান করেন তিনি।
আন্দ্রে রাসেলের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে ২৩, কার্লোস ব্রেথওয়েইটের সঙ্গে সপ্তম উইকেটে ৫৩ ও অ্যাশলে নার্সের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৩৭ রান তোলেন স্যামি। আর এই তিন জুটিতে ভর করে ১ বল বাকি থাকতে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।