অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা বাড়াবাড়ির পর এবার সিডনিতেই প্রকাশ্য গোলাগুলি-নিহত-২
অনলাইন ডেস্ক রিপোর্টার: অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের সদর দফতরের বাইরে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।অস্ট্রেলিয়া পুলিশের বরাত দিয়ে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এই ঘটনার ২৪ ঘন্টা আগে নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলদেশ সফর স্থগিত করে।অথচ তাদের দেশেইআজ নিরাপত্তা সংকট দেখা দিল।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এক ব্যক্তিকে গুলি করা হচ্ছে দেখে পুলিশের একজন কর্মকর্তা অস্ত্র ব্যবহার করেন।’তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের সদর দফতরের বিপরীতে একটি ভবনের বাসিন্দা বিজয় দান্তু অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) বলেন, তিনি কয়েকটি গুলির শব্দ শোনেন।
দান্তু বলেন, ‘আমি ঘরে কাজ করছিলাম এবং সে সময় একটি গুলির শব্দ পাই। আমি ভেবেছিলাম ওটা গাড়ির চাকা ফেটে যাওয়ার শব্দ। এরপর হঠাৎ করেই আরও দুটি এবং তারপর আরও দুটি গুলির শব্দ পাই।’পুলিশ জানিয়েছে, তাদের বিশেষ একটি টিম পুরো ঘটনাটি তদন্ত করবে।