• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার আতংক মোস্তাফিজ-সাকিব


প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৪ আগস্ট ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

স্পোর্টস রিপোর্টার :  অস্ট্রেলিয়ার আতংক মোস্তাফিজ-সাকিব।উপমহাদেশের কন্ডিশন মানেই ব্যাটসম্যানদের ওপর স্পিনারদের ছড়ি sakib-mustafij-www.jatirkhantha.com.bdঘোরানো! বাংলাদেশেও স্পিনাররাই যে পার্থক্য গড়ে দেবে সেটি জানেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। জেনে-বুঝে প্রতিপক্ষ দলের অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসানকে হুমকি মনে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি হুমকি হিসেবে দেখছেন একজন পেসারকেও। তিনি আর কেউ নন, মোস্তাফিজুর রহমান।

আন্তর্জাতিক আঙিনায় কমই দেখা হয়েছে, তবে আইপিএল খেলায় খুব কাছে থেকেই মোস্তাফিজ-সাকিবকে দেখেছেন ম্যাক্সওয়েল। বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাই বলে গেলেন দুই টাইগার তারকার ভয়ঙ্কর হয়ে ওঠার সক্ষমতার বিষয়টি।

‘মোস্তাফিজ একজন বিস্ময়কর বোলার। তাকে আইপিএলে খেলেছি, পুরো মৌসুমই সে দারুণ কাটিয়েছিল। বাড়তি কাজ করলে সে টেস্টেও অসাধারণ হতে পারে। তার স্লো বলের যে বৈচিত্র্য, এটা গতানুগতিক বাঁহাতি পেসারদের মত নয়। সহজাতভাবেই ডেলিভারির শেষ মুহূর্তে স্লোয়ার ছাড়তে পারে, যেটা বুঝে ওঠা খুবই কঠিন। হাতের ভঙ্গি একই রেখেই স্লোয়ার ছাড়তে পারে। সাকিবও খুব অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে সারাবিশ্বেই খেলে এবং বিশ্বসেরা অলরাউন্ডার। দুজনই আমাদের জন্য হুমকি হতে পারে।’
maxwel-www.jatirkhantha.com.bd
চলতি বছরের মার্চে ভারতের মাটিতে দারুণ ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে একইরকম পরিকল্পনা নিয়েই এগোবে তারা। ম্যাক্সওয়েলের কথাতে উঠে এল সেটিই, ‘ভারতের চেয়ে খুব বেশি পরিবর্তন হবে না এখানকার কন্ডিশনে। সেখানে আমরা পুরো সিরিজেই দারুণ পরিকল্পনা নিয়ে খেলেছিলাম। এখানেও আমাদের পরিকল্পনা প্রায় তেমনই থাকবে।’

২০১৩ সালে টেস্ট অভিষেক হলেও অস্ট্রেলিয়া দলে নিজের জায়গা পাকা করতে পারেননি ম্যাক্সওয়েল। তবে গত ভারত সফর থেকে ভরসা হওয়ার মত করেই টেস্টে খেলছেন এই অলরাউন্ডার। যদিও চার বছরে খেলা হয়েছে মাত্র পাঁচটি টেস্টে। ভারতের বিপক্ষেই পেয়েছেন সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি। টেস্টে নিয়মিত হওয়ার জন্য এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে।

ম্যাক্সওয়েল সুদূরের সেই স্বপ্নটাই দেখেন, ‘সেঞ্চুরির পর দারুণ অনুভূতি হয়েছিল। এখনও অনেক দূর যাওয়া বাকি, টিমে জায়গা করে নিতে। এজন্য ধারাবাহিকতা ধরে রেখে ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে হবে।’