• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

অলৌকিক শিশু চামড়া ছাড়াই জন্ম নিয়েছে


প্রকাশিত: ৪:৫০ পিএম, ১৫ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২১৩ বার

 

দিবা মালিনী : ভারতের মহারাষ্ট্রের নাগপুরে শরীরে চামড়া ছাড়াই এক শিশুর জন্ম হয়েছে। চামড়ার india-baby pic-www.jatirkhantha.com.bdবদলে শিশুটির শরীর আবৃত রয়েছে সাদা রঙ্গের পুরো প্লেট স্তর দিয়ে।ব্রিটেনের গণমাধ্যম দ্য সানের খবরে বলা হয়, ভারতে বিরল হর্লেকুইন ল্যাকথোসিস রোগের এটিই প্রথম রোগী।

২৩ বছর বয়সী মায়ের ওই কন্যা শিশুটি লতা মঙ্গেসকর মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করে। সিজারের মাধ্যমে জন্মায় শিশুটি। শিশুটির চিকিৎসক জশ বানাইত জানান, শিশুটির আজীবন চিকিৎসা গ্রহণ করতে হবে এবং প্রতিদিনই ত্বক ময়শ্চারাইজিং করতে হবে।

তিনি বলেন, ‘এই ধরনের রোগের কোনো ধরনের প্রতিকার নেই। চিকিৎসা বিদ্যা শিশুটিকে বাঁচাতে চেষ্টা করতে পারে মাত্র।’শিশুটির ত্বকে প্রতিদিন পেট্রোলিয়াম জেলি ও নারিকেল তেল দিতে হবে এবং পুষ্টিকর সম্পূরকের ব্যবস্থা করতে হবে।

ডাক্তার বানাইত বলেন, ‘শিশুটির শ্বাস-প্রশ্বাস ঠিক মতো নিতে পারছে এবং এখন অবস্থা স্থিতিশীল রয়েছে।হর্লেকুইন ল্যাকথোসিস এমনই একটি বিরল রোগ, যা প্রতি ৩ লাখে একজন শিশুকে এমন দেখা যায়।এর আগে ১৯৮৪ সালে পাকিস্তানেও এই রোগ নিয়ে জন্মানো এক শিশু প্রায় ২৪ বছর বেঁচে ছিল।