• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

অলরাউন্ডারদের রাজা সাকিব আল হাসান


প্রকাশিত: ৬:০৩ পিএম, ২০ জুন ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭৪ বার

 sakib-www.jatirkhantha.com.bdস্পোর্টস রিপোর্টার.ঢাকা:  বাংলাদেশের ক্রিকেটের সচ চেয়ে বড় বিজ্ঞাপন সাবিক আল হাসান। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। এর পুরস্কারও পেলেন তিনি। আবারও ক্রিকেটের সব ফরম্যাটে সেরা অলরাউন্ডারের আসন ফিরে পেলেন সাকিব আল হাসান। অর্থাৎ, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- সব ফরম্যাটেই সাকিব এখন বিশ্বসেরা। এ নিয়ে তৃতীয়বারের মতো সব ফরম্যাটের অলরাউন্ডারদের রাজার আসনে বসলেন সাকিব।

ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই সাকিব ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৫২ রান ও বল হাতে ২ উইকেট তুলে নেওয়ার পর শ্রীলঙ্কান দিলশানকে টপকে একদিনের ক্রিকেটেও সাকিব হয়ে গেছেন শীর্ষ অলরাউন্ডার। ওয়ানডেতে সাকিবের বর্তমান পয়েন্ট ৪০৩। ফর্মহীনতায় ৩ ধাপ পিছিয়ে দিলশান চলে গেছেন ৪-এ! বৈধ বোলিং অ্যাকশন নিয়ে ফেরার সুফল ভোগ করছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, উঠে এসেছেন তালিকার দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস আছেন হাফিজ ও দিলশানের মধ্যখানে, তৃতীয় স্থানে।

টেস্টে ৩৯৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাকিবের পরের আসনটি দক্ষিণ আফ্রিকান ভারনন ফিলান্ডারের, যিনি সাকিবের চেয়ে ৫৭ পয়েন্ট পিছনে! ৩১৮ ও ২৯৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে পরের দুটি স্থান রবিচন্দ্রন আশ্বিন ও স্টুয়ার্ট ব্রডের।

টি-টোয়েন্টিতেও অনেকটা একতরফাভাবে সবার ওপরে সাকিব (৩৭৮ পয়েন্ট)। তার পিছনে আছেন যথাক্রমে মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসনরা।