• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

অর্ধশত কোটিপতি সাকিব-বছরে আয় সাড়ে ৫ কোটি


প্রকাশিত: ৯:৩৮ পিএম, ৪ ডিসেম্বর ২৩ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৭ বার

স্পোর্টস রিপোর্টার : ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ আসনে নৌকার মাঝি হয়ে দ্বাদশ নির্বাচনে অংশ নিচ্ছেন। আর এ জন্য আয়-ব্যয়সহ সব তথ্য হলফনামায় দিয়েছেন সাকিব। সেখানে দেখা যায় সাকিবের বার্ষিক গড় আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। আর ব্যাংকে ঋণ আছে ৩২ কোটি টাকা।

সাকিব আল হাসান তার হলফনামায় আরো জানিয়েছেন, তার অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। স্বর্ণ ২৫ ভরি। আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী ১৩ লাখ টাকা।

জামানতের বিপরীতে ব্যাংক ঋণ দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। ইস্টার্ন ব্যাংকে ঋণ দেখিয়েছেন এক কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা। হলফনামায় সাকিব নিজের পেশা উল্লেখ করেছেন ক্রিকেটার। আর শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিবিএ পাস।