• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

অর্ধশতাব্দী পর স্ট্রবেরি মুন


প্রকাশিত: ১:৩১ পিএম, ২২ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

 

আনন্দবাজার অবলম্বনে হাসানুর রহমান : সুপার মুন নয়। নয় ব্লু মুনও। একেবারে স্ট্রবেরি। ৪৯ বছর 1পর আবার আকাশে এল স্ট্রবেরি মুন। মঙ্গলবার থেকে শুরু করে সপ্তাহব্যাপী দেখা যাবে এ মুনকে।

জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘সলসটাইস’। জুনের এ পূর্ণিমার দিনটি থেকে পৃথিবীর উত্তর গোলার্ধে শুরু হয় গ্রীষ্মকাল। দিন ছোট হয়। রাত বড় হতে শুরু করে একটু একটু করে।

আলগনগুইন উপজাতিরা মনে করত জুনের এ পূর্ণিমার দিনটি থেকে স্ট্রবেরি ফল পাকতে শুরু করে। তাই এটিকে বলে স্ট্রবেরি মুন (চাঁদ)। এ চাঁদের আরও তিনটি নাম আছে। রোজ মুন, হট মুন বা হানিমুন।

এদিন সূর্য থাকে সব চেয়ে ওপরে। তার ফলে ঘন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় তার রং হয় অ্যাম্বারের মতো। তাই একে বলা হয় হানিমুন।