• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

অর্থ সম্পদের ‘লোভ’ সমাজে অশান্তি বাড়ছে:ইসলামী সমাজ


প্রকাশিত: ৯:৪৯ পিএম, ১৩ অক্টোবর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২২৩ বার


ডেস্ক রিপোর্টার : ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, অর্থ সম্পদের মোহ, ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে দ্বদ্ব, সংঘাত ও সংঘর্ষের ফলে আল্লাহর গজব নাজিল হচ্ছে সমাজে। এর ফলে সমাজে নেমে আসছে নানা ধরনের দূর্ভোগ ও অশান্তি।আল্লাহ রাব্বুল আলামীনেরই আযাব-গজব থেকে মুক্তি পেতে হলে সকল ধর্মের লোকদের আইন ও বিধান মেনে চললে আল্লাহর বিশেষ রহমতে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আজ ১৩/১০/২০১৮ ইং শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত “মানব বন্ধন ও শান্তির মিছিলে” ইসলামী সমাজের আমীর এসব কথা বলেন।মানব বন্ধন শেষে আমীর সাহেবের নেতৃত্বে প্রেশক্লাবের সামনের রাস্তায় জাতির মানুষকে অশান্তির পথ ত্যাগ করে শান্তির পথে আসার দিক নির্দেশনা প্রদানে শান্তির মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগরীতে ইসলামের দাওয়াত পৌঁছানের ক্ষেত্রে কে কোথায় দায়িত্বে থাকবেন- এমর্মে ইসলামী সমাজের আমীর বলেন, (০১) মোঃ সেলিম মোল্লা এর দায়িত্বে- সুত্রাপুর, ওয়ারী, বংশাল ও গেন্ডারিয়া। (০২) মোঃ আবু বকর শিকদার এর দায়িত্বে- কোতয়ালি, লালবাগ, হাজারিবাগ ও কামরাঙ্গিরচর। (০৩) মুহাম্মাদ ইয়াছিন এর দায়িত্বে- ধানমন্ডি, মোহাঃপুর, আদাবর ও চকবাজার। (০৪) হাফিজুর রহমান এর দায়িত্বে- দারুসসালাম, শাহআলী, মিরপুর ও রুপনগর। (০৫) বেলাল হোসেন এর দায়িত্বে- পল্লবী, ভাষানটেক, কাফরুল ও তুরাগ।

(০৬) সাইফুল ইসলাম এর দায়িত্বে- শেরেবাংলা নগর, নিউমার্কেট, শাহবাগ ও কলাবাগান। (০৭) গুলজার আহম্মেদ এর দায়িত্বে- তেজগাঁ শিল্পাঞ্চল, রমনা, মতিঝিল ও তেজগাঁ। (০৮) মুহাম্মাদ ইউসুফ আলী এর দায়িত্বে- উত্তর খান, দক্ষিণখান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও বিমানবন্দর। (০৯) সোলায়মান কবীর এর দায়িত্বে- খিলক্ষেত, কেন্টনমেন্ট, বনানী, গুলশান ও ভাটারা। (১০) আজমূল হক এর দায়িত্বে- বাড্ডা, হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁ। (১১) মোহাম্মদ আমীর হোসেন এর দায়িত্বে- কদমতলী, শ্যামপুর, ডেমরা ও যাত্রাবাড়ী। (১২) মোঃ আসাদুজ্জামান এর দায়িত্বে- সবুজবাগ, মুগদা, শাহজানপুর ও পল্টন।

ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে দেশ ও জাতির কল্যাণে আরও বক্তব্য রাখেন মুহাম্মাদ ইউসুফ আলী ও সোলায়মান কবীর প্রমূখ।