• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

অর্থ লুটপাট-বাংলাদেশ ব্যাংকের দৃশ্যপটে নতুন গর্ভনর-পদত্যাগ করলেন আতিউর


প্রকাশিত: ২:৩৬ পিএম, ১৫ মার্চ ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

বিশেষ প্রতিবেদক  :    বদলে গেল বাংলাদেশ ব্যাংকের দৃশ্যপট। নতুন গর্ভনর হচ্ছেন ফজলে কবির।একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির Fajla kabir-www.jatirkhantha.com.bd-1ঘটনায় আজ মঙ্গলবার গভর্নরের পদ থেকে পদত্যাগ করলেন আতিউর রহমান। এ ব্যাপারে তিনি বিকেল তিনটায় তাঁর বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন।

সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এই তথ্য জানান।

ফজলে কবির বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। আগামী ১৮ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। ফজলে কবির দেশে ফেরার পর তাকে এই পদে নিয়োগ দেয়া হবে।