• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

অভিজিৎ হত্যার প্রধান আসামি শীর্ষ জঙ্গি শরীফ ‘বন্দুকযুদ্ধে’ নিহত


প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৯ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

 
বিশেষ প্রতিনিধি   :   মাদারীপুরের কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা চেষ্টার আসামি রিমান্ডে থাকা avijit killer-www.jatirkhantha.com.bdঅবস্থায় বন্দুকযুদ্ধে নিহত হওয়ার একদিন পরই একইভাবে নিহত হয়েছেন লেখক-ব্লগার-প্রকাশক হত্যাকাণ্ডের প্রধান আসামি শরীফ ওরফে হাদী।

শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর খিলগাঁও মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নিহত সেই যুবকই অভিজিৎ হত্যার প্রধান আসামি। তবে পুলিশ বলছে, তিনি অভিজিৎ হত্যা মামলার ‘প্রাইমারি একিউজড’ ছিলেন।

শরীফ সম্পর্কে তথ্য দাতাকে ৫ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণাও দিয়েছিল পুলিশ।  মে মাসে ছবি প্রকাশ করার সময় পুলিশ শরীফের বিষয়ে যে তথ্য দিয়েছিল সেখানে দেখা যায়, আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) গুরুত্বপূর্ণ শীর্ষ সংগঠক শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ নামে পরিচিত।

টিএসসিতে অভিজিৎ রায় হত্যা, গোড়ানে নীলাদ্রী নীলয় হত্যা, লালমাটিয়ায় আহম্মেদ রশীদ টুটুল হত্যাচেষ্টা এবং সাভারে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ মোর্শেদ বাবু হত্যা মামলার তদন্তে তার সরাসরি উপস্থিতি ও সার্বিক নের্তৃত্ব প্রদানের সুনির্দিষ্ট তথ্য বেরিয়ে এসেছে বলে দাবি ডিবি পুলিশের।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।ডিবি পুলিশ জানিয়েছে, শরিফ পুরস্কার ঘোষিত ৬ জঙ্গির অন্যতম। সে লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রধান আসামি।এর আগে শনিবার গভীর রাত খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই যুবক নিহত হন।
তখন অজ্ঞাত যুবক হিসেবে গণমাধ্যমকে জানিয়েছিল পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম জানান, শনিবার গভীর রাত খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই অজ্ঞাত যুবক নিহত হন। তার আনুমানিক বয়স হবে ৩০ থেকে ৩৫ বছর।ওসি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে প্রথমে ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন জানান, ঘটনাস্থল দিয়ে মোটরসাইকেল আরোহী তিন যুবক পুলিশের তল্লাশি চৌকি পার হচ্ছিল। পুলিশ সিগন্যাল দিলে তারা মটরসাইকেল না থামিয়ে গতি বাড়িয়ে দেন। পরে যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। ওই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক যুবক নিহত হন। অপর দুজন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

ডিবির এই পরিদর্শক দাবি করেন, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।ঢামেক সূত্র জানায়, খিলগাঁও থানা পুলিশ রাত পৌনে ৩টার দিকে নিহত ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসে। এখন সেখানেই তার লাশ রয়েছে।