• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

অবৈধ সন্তানের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত মা-ছেলে! ভাবছেন সন্তানের কথাও!


প্রকাশিত: ৩:৪৭ পিএম, ১০ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪১৯ বার

‘‘প্রতি বার যখন আমার বউয়ের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হই, আমার মায়ের কথা মনে পড়ে। মায়ের সঙ্গেও আমার একই অভিজ্ঞতা রয়েছে’’— বিস্ফোরক এই দাবি করলেন কলোরাডোর বাসিন্দা ৩২ বছরের বেন ফোর্ড। তিনি স্বীকার করেছেন,Bajonma-www.jatirkhantha.com.bd স্বেচ্ছায় তাঁর ৫১ বছরের মা কিম ওয়েস্টের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছেন তিনি। ২০১৪-থেকে তাঁদের এই সম্পর্ক। খবর আনন্দবাজার।

ঘটনাটি ঠিক কী?

৩২ বছর আগের ঘটনা। ক্যানিফোর্নিয়াতে পড়াশোনা করার সময় সন্তানসম্ভবা হয়ে পড়েন ১৯ বছরের কিম। কিন্তু সন্তান জন্মানোর পর তার দায়িত্ব নিতে না পারায় দত্তক দিয়ে দেন তিনি। সেই ছেলেই বেন। ২০১৩-এর ডিসেম্বরে বেন প্রথম তাঁর আসল মায়ের খোঁজ পান। মায়ের সম্বন্ধে আরও বেশি করে জানার জন্য যোগাযোগ বাড়াতে থাকেন তিনি। এর পর দেখা হয় মা-ছেলের। কিন্তু প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা। এমনকী যৌন সম্পর্কেও জড়িয়ে পড়েন। প্রেম এতটাই গভীর হয়ে ওঠে যে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন বেন। এখন কিম আর বেন সন্তানের জন্ম দেওয়ার কথাও ভাবছেন।

এই সম্পর্ককে অবশ্য জেনেটিক সেক্সুয়াল অ্যাট্রাকশন বলে ব্যখ্যা দিয়েছেন বেন। যাতে পরিণত বয়সে দু’জন আত্মীয়ের সঙ্গে প্রথম দেখা হলে পরস্পরের প্রতি যৌন আকর্ষণ তৈরি হয়। সব মিলিয়ে নতুন সম্পর্কে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এই জুটি।