অবৈধ অস্ত্র তৈরীর নায়ক-রেজাউলের কারখানা জব্দ-গ্রেপ্তার ১
পাবনা প্রতিনিধি : পাবনায় আজ সোমবার প্রচুর পরিমাণ অস্ত্র তৈরির সামগ্রী ও অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ পাবনায় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। গ্রেপ্তার রেজাউল করিম ওরফে রেজাউল মল্লিক (৩৮) অস্ত্র তৈরির কারিগর বলে দাবি পুলিশের।
আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গাফুরিয়াবাদ এলাকা থেকে দুটি রিভলবার ও অস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জামসহ রেজাউলকে গ্রেপ্তার করা হয়।দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ এসব কথা জানান পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির।
পুলিশ সুপার জানান, রেজাউল সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গাফুরিয়াবাদ এলাকার বাসিন্দা। ওই এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধ অস্ত্র তৈরি ও বিক্রি করছে বলে পুলিশের কাছে খবর আসে। এই তথ্যের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল আজ দুপুরে সেখানে অভিযান চালায়। এ সময় রেজাউলের বাড়িতে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় ডিবি পুলিশের দলটি। সেখান থেকে দুইটি রিভলবার ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামসহ অস্ত্র তৈরির কারিগর ও ব্যবসায়ী রেজাউলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি পূর্ণ রিভলবার, একটি অসম্পন্ন রিভলবার, ৪৯টি রিভলবারের ম্যাগজিন (গুলির চেম্বার), একটি লেদ মেশিন, একটি ড্রিল মেশিন, একটি পাইপগানের অংশবিশেষ, কার্টার, বাটাল, হাতুড়িসহ বিপুল অস্ত্র তৈরির অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার রেজাইল কী পরিমাণ অস্ত্র তৈরি করে, কত টাকায়, কাদের কাছে বিক্রি করে বা লেনদেন হয়, তার সাথে আর কারা কীভাবে সম্পৃক্ত আছে সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অধিকতর তদন্তের জন্যে তাঁকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের সামনে রেজাউল করিমকে হাজির করা হলে বিভিন্ন প্রশ্নের জবাবে সে জানায়, একটি রিভলবারের কিছু অংশ ভারত থেকে কিনে আনার পর এখানে তৈরি করছিল সে। পূর্ণ একটি রিভলবার তৈরির পর সেটি তিন থেকে চার হাজার টাকায় বিক্রি করত বলেও দাবি তাঁর। পেশায় একজন লেদ মেকানিক হলেও ধীরে ধীরে সে অস্ত্র তৈরির কৌশল রপ্ত করেছে বলে জানায়। ২০০৮ সালে মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর ২০১০ সালে নিজ বাড়িতে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি শুরু করে বলেও জানায় রেজাউল।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) শামীমা আক্তার, ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।