• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

অবৈধভাবে হাতিয়ে নেয়া মওদুদের গুলশানের বাড়ি উচ্ছেদ হচ্ছে


প্রকাশিত: ২:৫৩ পিএম, ৭ জুন ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

Bnp Mowdud house-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার  :  অবশেষে মওদুদের গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। রাজধানী উন্নয়ণ moudud-www.jatirkhantha.com.bdকর্তৃপক্ষ (রাজউক) কর্মকর্তারা বলেছেন, অবৈধভাবে হাতিয়ে নিয়ে সরকারের মূল্যবান সম্পত্তি দখলে রেখেছিল বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। মওদুদের গুলশানের সেই বাড়িটি সরকারের নিয়ন্ত্রণে নিতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে এ অভিযান শুরু হয়েছে।

রাজউকের পরিচালক খন্দকার ওয়ালিউর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ে ওই বাড়িতে তাদের অভিযান শুরু হয়। তিনি বলেন, এটা রাজউকের সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা দখল করে রেখেছিলেন।

আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। আমরা দখলমুক্ত করতে এসেছি।রাজউকের আইন কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশও রয়েছে অভিযানে। ওই বাড়ির সামনে বুলডোজারও দেখা গেছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

গুলশনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া জাতিরকন্ঠকে বলেন, আমরা কিছুক্ষণ আগে উচ্ছেদ অভিযান শুরু করেছি। পরে আপনাদের বিস্তারিত বলতে পারব।