অবৈধভাবে ক্ষমতা দখল-নাশকতার টার্গেটে উত্তরায় অস্ত্র মজুদ হয়েছিল: ডিএমপি কমিশনার
স্টাফ রিপোর্টার : অবৈধভাবে ক্ষমতা দখল ও বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্যই উত্তরার খালে অস্ত্র ও গুলি মজুদ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।সোমবার দুপুর ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, উত্তরার খালে অস্ত্র ও গলি মজুদ রাখা গভীর ষড়যন্ত্রের অংশ। এটা সাধারণ অপরাধীদের কাজ নয়। দেশে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তারাই এ অস্ত্র রেখেছিল। এগুলো উদ্ধার না হলে দেশে বড় ধরনের ক্ষতি হতে পারতো।
তিনি বলেন, যারা গত বছর জ্বালাও-পোড়াও করেছে তারাই এসব অস্ত্র রাখার সঙ্গে জড়িত। অবৈধভাবে ক্ষমতা দখল ও নাশকতা সৃষ্টির জন্যই এ অস্ত্রের মজুদ করা হয়েছিল।
তিনি আরও বলেন, এ ধরনের অস্ত্র পুলিশই ব্যবহার করে। তবে পুলিশের ব্যবহৃত অস্ত্রে নির্মাণকারী দেশের নাম লেখা থাকে। উদ্ধারকৃত অস্ত্রে কোনো দেশের নাম ছিল না। শুধু সিরিয়াল নম্বর রয়েছে।এ সময় ডিএমপির অতিরিক্ত কমিনার মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।