• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

অবসরের আভাস-দেশের ১৬ কোটি মানুষ আর্তনাদ করবে মি. মাশরাফি!


প্রকাশিত: ২:৩৭ এএম, ৫ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

এস রহমান   :  দেশের ১৬ কোটি মানুষকে আর্তনাদ করবে মি. মাশরাফি! আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসুন, দেশের জন্যে আরও কিছুদিন হাল ধরে রাখুন।কথাগুলো দেশের অগণিত ক্রিকেট ভক্তের।শুক্রবার পিটিআইকে দেয়া সাক্ষাতকারের পর জাতিরকন্ঠে একের পর এক ফোন এসেছে।সকলের দাবি ছিল- ‌ ‘দেশের ১৬ কোটি মানুষকে আর্তনাদ করবে মি. মাশরাফি! আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসুন, দেশের জন্যে আরও কিছুদিন হাল ধরে রাখুন’।

কাউকে না জানিয়েই আকস্মিক অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার অনুশীলন শেষে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাতকারে এই আভাস দেন তিনি।

bangla tiger-www.jatirkhantha.com.bd২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমার মনে হয় না। এটা তো নিশ্চিত যে আমি বেশিদিন খেলবো না। আল্লাহ যদি চান, আমি যদি সুস্থ থাকি তবে ২০১৬ সালটি আমি খেলা চালিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, আমি খুব ছোটো থেকেই আমি সাদাসিধে। কখনও পরিকল্পনা করে কিছু করা হয়নি। আমি প্রতিটা মুহূর্তের জন্য বাঁচি। তবে বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই সতীর্থদের সাথে আলোচনা করি। ক্রিকেটীয় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমি পরিবারের আগে তাদের সঙ্গেই আলোচনা করি।

১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মাশরাফি বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের মাঝামাঝি সময় তামিম, সাকিব ও মুশফিককে পেয়েছি। আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে সবার সঙ্গেই আমার সম্পর্কটা দারুণ।’

দলের প্রত্যেকের মাঝেই দায়িত্বশীলতা রয়েছে বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘আমরা যদি ১০টি ম্যাচও হারি, তবুও আমরা জয়ের জন্যই লড়াই করি।’

খেলাকে যুদ্ধের সঙ্গে তুলনা না করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, আসলেই খেলার সঙ্গে অনেক আবেগ জড়িত। কিন্তু ক্রিকেট ম্যাচ কোনো যুদ্ধ না। কারণ ম্যাচের পরই সবাই একই হোটেলে থাকছি। গল্প করছি, আড্ডা দিচ্ছি।

তাই ব্যক্তিগতভাবে আমি ক্রিকেটকে যুদ্ধের সঙ্গে মেশাতে চাইনা। ভারতের যুবরাজ সিং আমার ভালো বন্ধু, এছাড়া হরভজন এর সঙ্গেও আমার ভালো সখ্যতা আছে।’