• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

অবশেষ এমপি বদি জামিনে মুক্ত


প্রকাশিত: ১২:৫৮ এএম, ২১ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

 

বিশেষ প্রতিনিধি : কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি জামিনে মুক্তি bodiপেয়েছেন।রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, আবদুর রহমান বদি জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে রাত পৌনে ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

এর আগে গত ১৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এমপি বদিকে ছয় মাসের জামিন দেন। পরে ১৭ নভেম্বর ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন-দুদক।রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুদকের জামিন স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ দেন। এই আদেশের ফলে এমপি বদির জামিন বহাল থাকে।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেয়া হয়।