• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

অবশেষে ৮০০ কোটি টাকা রিজার্ভ চোরদের ধরতে সিআইডি টিম বাংলাদেশ ব্যাংকে


প্রকাশিত: ১:২৯ পিএম, ১৮ মার্চ ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

এস রহমান  :   অবশেষে রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরির ঘটনার তদন্ত ও আলামত সংগ্রহ করতে সিআইডির ফরেনসিক টিমের কয়েকজন সদস্য cid-www.jatirkhantha.com.bdবাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তারা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন।  রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ঘরের চোররা ধরা না পড়ার প্রেক্ষাপটে শুক্রবার এ ীভিযানে নামে সিআইডি।

এর আগে এ ঘটনায় গভর্ণর পদত্যাগ করলেও বহাল রয়েছে রিজার্ভ শাখার রাঘব বোয়ালরা। অর্থমন্ত্রী এম এ মুহিত রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জড়িত থাকার কথা জানালেও ঘটনার দেড় মাসেও চিহ্নিত করা হয়নি জালিয়াতদের।
ফিলিপাইন কর্তৃপক্ষ বাংলাদেশের চুরি হওয়া টাকা উদ্ধারের কোন আশাবাদ না দেখালেও সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেন তিনি আশাবাদী।

ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার পত্রিকা সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিলিপাইনের ব্যাংক থেকে তোলার পরে সে দেশের জুয়ার টেবিলে ঘোরে ২০ দিন। সে সময়ে বাংলাদেশ ব্যাংকও ছিল নিশ্চুপ। এখন ওই অর্থের হদিস পাওয়া যাচ্ছে না।

চুরি যাওয়া ৮১ কোটি ১০ লাখ ডলার (৮০০ কোটি টাকা) উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। এ বিষয়ে ফিলিপাইনের তদন্তকারী সিনেট কমিটি ব্লু রিবন সদস্য সের্গিও ওসমেনা বলেছেন, চুরি যাওয়া অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ।