• রোববার , ২২ ডিসেম্বর ২০২৪

অবশেষে শিশু সৌরভকে গুলিবর্ষণকারী আ’লীগ এমপি লিটনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১২:৩২ এএম, ৪ অক্টোবর ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

mp liton-www.jatirkhantha.com.bdগাইবান্ধা জেলা প্রতিনিধি:   গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে একমাত্র আসামি করে মামলা করেছেন দুই পায়ে গুলিবিদ্ধ শিশু সৌরভের বাবা।শনিবার রাত ৯টার দিকে সৌরভের বাবা সাজু মিয়া মামলাটি করেন বলে জাতিরকন্ঠকে জানান,  সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিন্নাত আলী।

Sourov-www.jatirkhantha.com.bdএর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমপি লিটনের নামে নিবন্ধিত পিস্তল ও শটগান সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্বজন তারিকুল ইসলাম। গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম অস্ত্র দুটি জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোরে উপজেলার ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামের শিশুটি আহত হয় বলে দাবি করেছে তার স্বজনরা। সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন। সৌরভ স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তার পরিবার থাকে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে।