• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

অবশেষে-রায়ের বিরুদ্ধে লড়বে সরকার


প্রকাশিত: ৪:২৩ পিএম, ১৬ আগস্ট ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

বিশেষ প্রতিনিধি :  অবশেষে-রায়ের বিরুদ্ধে সরকার লড়বে। এজন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে আইন মন্ত্রণালয়। সংবিধানের ষোড়শ 16 songsodhoni-www.jatirkhantha.com.bdসংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড (সত্যায়িত) কপি চেয়ে সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ইতোমধ্যে রাষ্ট্রপক্ষ রায়ের সার্টিফায়েড কপির ফি বাবদ ৮ হাজার তিন শ’ টাকা পরিশোধ করেছে বলে বুধবার সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে।

গত ৩ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

গত ১ অাগস্ট পূর্ণাঙ্গ সে রায় প্রকাশিত হয়। প্রকাশিত রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরে। পাশাপাশি চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের যে সংশোধন আনা হয় তা সংবিধানের ১০৯ অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে রায়ে উল্লেখ করেন প্রধান বিচারপতি।

এছাড়াও রায়ের পর্যবেক্ষণে, গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।