• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

অবশেষে দেড় দশক পর কিংস্টনে জিতল টাইগাররা


প্রকাশিত: ৪:০৪ এএম, ৪ ডিসেম্বর ২৪ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৪ বার


স্পোর্টস ডেস্ক : অবশেষে দেড় দশক পর কিংস্টন টেস্ট জিতল টাইগাররা। শেষটা করলেন নাহিদ রানা। ইয়র্কারে ভাঙলেন শামার জোসেফের স্টাম্প, বাংলাদেশ পেয়ে গেল জয়ের মুহূর্ত। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট করে বাংলাদেশ কিংস্টন টেস্ট জিতে নিল ১০১ রানের ব্যবধানে। এ জয়ে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল মেহেদী হাসান মিরাজের দল। সেই সঙ্গে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ।

কিংস্টনের এ জয়ের বড় মাহাত্ম দীর্ঘ অপেক্ষার অবসানে। ২০০৯ সালের গ্রেনাডা টেস্টের ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হারাতে পারল বাংলাদেশ। এ ছাড়া দেশ-বিদেশ মিলিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল ৬ বছর পর।

এর আগে প্রথম ইনিংসে নাহিদ রানা, শেষটিতে তাইজুল ইসলাম। দুই বোলারের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে জ্যামাইকা টেস্টে পাত্তা দিলো না বাংলাদেশ। নাহিদের পাঁচ উইকেটে প্রথম ইনিংসে ১৮ রানের লিড নেয় তারা, দ্বিতীয় ইনিংসে তাইজুলের ফাইফারে ১৮৫ রানে অলআউট ক্যারিবিয়ানরা। তাতে ১০১ রানের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০০৯ সালের পর প্রথমবার টেস্ট জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: ৪র্থ দিনের খেলা,

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ১৮৫/১০ (সিলস ১*, শামার ৮, রোচ ৮, আলজারি ৫, ডা সিলভা ১২, গ্রিভস ২০, হজ ৫৫, আথানেজ ৫, ব্র্যাথওয়েট ৪৩, কার্টি ১৪, লুইস ৬)

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫৯.৫ ওভারে ২৬২/৯ (নাহিদ ১*, জাকের ৯১, তাসকিন ০, হাসান ৩, মুমিনুল ০, তাইজুল ১৪, লিটন ২৫, মিরাজ ৪২, সাদমান ৪৬, দিপু ২৮, জয় ০), প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৬৪.৬ ওভারে ১৪৬/১০ (সিলস ৮*, রোচ ৮, শামার ৫, আলজারি ৭, কার্টি ৪০, ডা সিলভা ৫, গ্রিভস ২, আথানেজ ২, হজ ৩, ব্র্যাথওয়েট ৩৯, লুইস ১২)

প্রথম ইনিংসে বাংলাদেশ ৭১.৫ ওভারে ১৬৪/১০ (নাহিদ ০*, হাসান ৫, মিরাজ ৩৬, তাসকিন ৮, তাইজুল ১৬, সাদমান ৬৪, জাকের ১, লিটন ১, দিপু ২২, জয় ৩, মুমিনুল ০)

ফল: বাংলাদেশ ১০১ রানে জয়ী।