• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

গুলিস্তান ধানমন্ডি খিলক্ষেত যাত্রাবাড়ীতে ৪ গাড়িতে আগুন-অবরোধকারীদের পেট্টোল বোমায় পুড়লো ঘুমন্ত বাসের হেলপার


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৫ জানুয়ারী ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

 

buss fire-www.jatirkhantha.com.bd

 

 

 

 

 

 

 বিশেষ প্রতিনিধি.ঢাকা/গাজিপুর জেলা.প্রতিনিধি:
আবার বাসে আগুন।বিএনপির অবরোধের মধ্যে রাজধানীর গুলিস্তান,ধানমন্ডি, খিলক্ষেত ও যাত্রাবাড়ীতে চারটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রংপুরের মিঠাপুকুরে একটি চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এবারের ঘটনাস্থল গাজীপুর। রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন চালকের সহকারী।

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রংপুরের মিঠাপুকুরে একটি চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান এক শিশুসহ চারজন। দগ্ধ হন আরও ১২ জন। তাঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন বাকি ১১ জন।
আজ ভোররাত তিনটার দিকে কালিয়াকৈর উপজেলার লতিফপুরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম তোফাজ্জেল হোসেন (১৮)। আগুনে পুড়ে যাওয়া বাসটির চালকের সহকারী ছিলেন তিনি। তাঁর বাড়ি সুনামগঞ্জ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সড়কের পাশে থেমে থাকা বাসটিতে ভোররাত তিনটার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়। বাসের ভেতর থেকে এক ব্যক্তির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুড়ে যাওয়া বাসের চালক সেলিম হোসেনের ভাষ্য, বাসটি কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে চলাচলা করত। গতকাল রাত ১১টার দিকে চন্দ্রা এলাকার একটি কারখানার শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি লতিফপুরের বটতলা এলাকায় সড়কের পাশে রাখা হয়। দরজা-জানালা বন্ধ করে বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন সহকারী তোফাজ্জেল। কাছেই বাসায় চলে যান চালক।

ভোররাতে হঠাৎ কাচ ভাঙার শব্দ পাওয়া যায়। ঘর থেকে বাইরে এসে বাসে আগুন জ্বলতে দেখেন চালক। লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। বাসের ভেতরে ঘুমন্ত অবস্থা দগ্ধ হয়ে মারা যান তোফাজ্জেল। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুধবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এসব ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর এনায়েত হোসেন জানান, বেলা সোয়া ১টার দিকে গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনের সড়কে বন্ধন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় একই সময়ে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানেও অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট গিয়ে আগুন নেভায় বলে এনায়েত হোসেন জানান।

বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত মোড় ও কাছাকাছি সময়ে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের অপারেটর নিলুফার ইয়াসমিন জানান।

এছাড়া বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার সামনে অন্তত তিনটি বাসে ভাংচুর চালানো হয়।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।