• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

অপু বিশ্বাস জাতে মাতাল.. মুন্নি


প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৪ ডিসেম্বর ২৩ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

‘যেহেতু আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম, সেটি বুঝেই অপু বিশ্বাস আমাকে একের পর এক প্রশ্ন করে গেছে। আমি উত্তর দিয়েছি। কিন্তু কখনো বুঝতে পারিনি যে, সে আমাদের কলটা রেকর্ড করবে।

 

বিনোদন রিপোর্টার : শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তাপস ও মুন্নি। সেখানে মুন্নি বলেন, ‘প্রতিটা মানুষের ভেতর একটা শিশু বাস করে। কখনও কখনও ওই শিশুটা শিশুসুলভ কাজ করে ফেলে। আমার সাথে তাপসের বিয়ের ১২ বছর। কিন্তু আমাদের ১৫ বছরের সম্পর্ক। এই ১৫ বছরে একটা ভুল মানুষ করতেই পারে।’

অপু বিশ্বাসের সঙ্গে নিজের কলরেকর্ড ফাঁস হওয়া নিয়ে মুন্নি বলেন, ‘স্ট্যাটাস নামানোর পরপর যার (অপু বিশ্বাস) সাথে আমার কনভারসেশন হয়েছে, তার সাথে কোনোদিন দেখা হয়নি। কোনো একটা কনসার্টে দেখা হয়েছিল, জাস্ট ফোর টু ফাইভ মিনিটস। ও (অপু বিশ্বাস) আমাকে সালাম দিয়েছে। দ্যাটস ইট। তারপর তার সাথে আমার জীবনে কথা হয়নি। এরপর বেশ কিছু ঘটনা কেন্দ্র করে আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম। একদিন হঠাৎ অপু বিশ্বাসের নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে রাত ৩টা সাড়ে ৩টার দিকে। আমি ফোনটা ধরেছি। ও আমাকে সালাম দিল। তারপর বলল, বুবলী তার জীবনে কী কী করেছে। ওদের সম্পর্কে এত বিস্তারিত জানতাম না। অপুর কথা শুনে আমি কনফিউজড হয়ে যাই। ভাবতে শুরু করি, তা হলে কী বুবলী আমার সঙ্গেও এমন কিছু করবে!’

মুন্নীর কথায়, ‘যেহেতু আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম, সেটি বুঝেই অপু বিশ্বাস আমাকে একের পর এক প্রশ্ন করে গেছে। আমি উত্তর দিয়েছি। কিন্তু কখনো বুঝতে পারিনি যে, সে আমাদের কলটা রেকর্ড করবে। আসলে অপু বিশ্বাস জাতে মাতাল তালে ঠিক!তখনও পুরো বিষয়টি আমি টের পাইনি। মেয়েরা মেয়েদের সাথে তো অনেক কথাই বলতে পারে। যে ক্লিপটা ভাইরাল হয়েছে, সেটি কিন্তু এডিট করা। সেখানে শুধু আমার কথা বলার অংশটুকুই রাখা হয়েছে।’

ফারজানা মুন্নী আরও বলেন, ‘তাদের সবকিছু ঠিক করার জন্য আমাকে ব্যবহার করা হয়েছে। কাউকে ব্যবহার করে সম্পর্ক ঠিক করা যায় না। আমি তো একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। এমন ঘটনা সত্যিই দুঃখজনক।’

সবশেষে ফারজানা মুন্নি বলেন, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি, পাখি নিজের ডানা দিয়ে ওড়ে। কিন্তু বসার সময় একটি ডালে বসে। পাখির যদি ডানা না থাকত, তাহলে উড়ত কীভাবে! আমি জিনিসটা খুব অপছন্দ করলাম। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকার কারণ হলো, ভেবেছিলাম এটা কোনো বড় ইস্যু নয়। আমাকে ডাল বানিয়ে তাদের সম্পর্ক ঠিক করতে চেয়েছে।’

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মুন্নী তার ফেসবুকে লেখেন, তাপস ও বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস ও বুবলী দুজনেই দায়ী থাকবে।