• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

অপারেশন পাইরেটস হান্ট’স দস্যু আস্তানা-ওয়াচ টাওয়ার ধ্বংস


প্রকাশিত: ৪:৩৪ পিএম, ৫ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৭৮ বার

 

খুলনা প্রতিনিধি : সুন্দরবনে দস্যু দমনে বিশেষ অভিযান ‘অপারেশন পাইরেটস হান্ট’র দ্বিতীয় দিনে 1111দস্যুদের আস্তানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করেছে যৌথ বাহিনী।শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌ বাহিনী ও কোস্টগার্ডের যৌথ বাহিনী।

অভিযানের সময় কোকিলমনি, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, আকরাম পয়েন্ট ও দুবলার চর এলাকায় দস্যুদের ব্যবহৃত ৮/১০টি আস্তানার সন্ধান পায় যৌথ বাহিনী। পরে বন বিভাগের সহায়তায় দস্যু আস্তানার বিভিন্ন স্থাপনা আগুনে পুড়িয়ে দেয় অভিযানকারীরা।

জানা গেছে, কোস্টগার্ডের সব স্টেশন থেকে একযোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুই জাহাজসহ ৮টি আধুনিক জলযান রয়েছে।সুন্দরবনের দস্যু নির্মুল ও জিম্মি জেলেদের উদ্ধারের লক্ষে বৃহস্পতিবার থেকে কোস্টগার্ড ও নৌ বাহিনী অপারেশন পাইরেটস হান্ট শুরু করে।