• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

অপহরণ-না ৩ বিয়ের পর প্রেমের টানে-মাছরাঙা টিভির সাবিনা নিপা


প্রকাশিত: ৮:১৪ পিএম, ২১ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৯৭ বার

স্টাফ রিপোর্টার   :  তিন বিয়ের পর প্রেমের টানে রহস্যজনক নিখোঁজ হয়েছেন মাছরাঙা টিভির সংবাদ nipaউপস্থাপিকা সাবিনা নিপা। তবে তিনি অপহরণ হয়েছেন বলেও খবর ছড়ানো হচ্ছে। স্বামীর বিরুদ্ধে গুলশান থানায় জিডি করে বাসায় ফেরার পথে তিনি অপহৃত হয়েছেন বলে জানা যায়। কিন্তু বর্তমানে চারিদিকে কানাঘুষা চলছে সাবিনা কি সত্যিই অপহরণ হয়েছেন, নাকি আত্মগোপনে রয়েছেন!

কারণ আগেও সাবিনা নিজে নিজে নিখোঁজ হয়েছিলেন। এক সপ্তাহ আত্মগোপনে থেকে আবার ফেরত এসেছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, সাবিনা এখনো পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। কিন্তু কোন সংসারই টিকেনি। শেষবার বিয়ে হয় রুহুল আমিন নামের এক ব্যবসায়ীর সঙ্গে। পাঁচ মাস তার সঙ্গে সংসার করে তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন। আর এই স্বামীর বিরুদ্ধেই তিনি জিডি করেছেন।

জিডিতে উল্লেখ করেছেন, রুহুল আমিন তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছেন। তাকে হুমকি-ধামকি দিচ্ছেন। এই জিডি করে ফেরার পথেই সাবিনা নিখোঁজ হন। তাই পুলিশের সন্দেহের তালিকায় রুহুল আমিন থাকলেও সাবিনার পরিচিতরা ‘কিন্তু’ খুঁজছেন। অনেকেরই ধারণা সাবিনা ‘আত্মগোপনে’ রয়েছেন। আর পেছনে রয়েছে নতুন সম্পর্ক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচিত জানিয়েছেন, সাবিনা নতুন একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসা এবং নতুন সম্পর্কে স্থায়ী হওয়ার জন্য কৌশল হিসেবে সাবিনা এ কাজ করতে পারেন। কারণ আগেও তিনি এক সপ্তাহের জন্য আত্মগোপনে ছিলেন। তখনও সম্পর্ক বদলের বিষয় ছিলে।

রুহুল আমীন-নিপা দম্পতির কোনো সন্তান নেই। তবে প্রথম সংসারে তার একটি মেয়ে রয়েছে। আর দ্বিতীয় বিয়েটিও তৃতীয় বিয়ের মতো মাত্র কয়েক মাস টিকেছিল।

সাবিনার তৃতীয় স্বামীর বাড়ি কুমিল্লায়। এই ব্যক্তিও সাবিনাকে বিয়ে করার আগেই বিবাহিত ছিলেন। তার পৃথক একটি সংসার রয়েছে। দেড় মাস আগে স্বামীর বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন নিপা। এই মামলাটি তুলে নেয়ার জন্যই নাকি সাবিনাকে হুমকি দিচ্ছিলেন স্বামী রুহুল আমিন।

সবমিলিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে- আত্মগোপন নাকি অপহরণ? তবে সব প্রশ্নের উত্তর মিলবে সাবিনা নিপাকে পাওয়া গেলে।