• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

অপহরণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে নায়িকা মিষ্টিকে


প্রকাশিত: ১১:৪৭ এএম, ১ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২০৩ বার

বিনোদন রিপোর্টার   :  নায়িকা মিষ্টি জান্নাতকে অপহরণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ 1পাওয়া গেছে। অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোনে তাকে এ হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মিষ্টি। তবে এবিষয়ে এখনও থানায় জিডি বা অভিযোগ করা হয়নি। তবে শিগগিরই পুলিশের কাছে অভিযোগ করবেন বলে  নায়িকা মিষ্টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
5
মিষ্টি সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন যাবত 4অজ্ঞাত নম্বর থেকে তাকে অপহরণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে। তাকে হয়তো কেউ অনুসরণ করছে। আর তার কাছে চাঁদাও দাবি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নায়িকা মিষ্টি র‌্যাব ও পুলিশের সহযোগিতাও নিয়েছেন। এসব কারণে ঠিকভাবে চলাফেরাও করতে পারছেন না তিনি।

বর্তমানে তিনি ব্যস্ত আছেন সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার রানী’ ও ‘তুই আমার’ চলচ্চিত্র দু’টি নিয়ে।

এছাড়া মিষ্টি অভিনীত প্রথম সিনেমা ছিল ‘লাভ স্টেশন’। এছাড়া ‘চিনিবিবি’ নামের আরো এক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।