বিশেষ প্রতিবেদক.ঢাকা : বাংলাদেশের দলটির অধিনায়ক বলেন, অপরাজিত থাকা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।শনিবার ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে গত বৃহস্পতিবার থেকে হওয়া টানা বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ।
কোনো ম্যাচ না হারায় সতীর্থরা সবাই আত্মবিশ্বাসী জানিয়ে মাশরাফি বলেন, আমরা পয়েন্ট পাওয়ার ভেতরেই আছি। যে কন্ডিশনে যার সঙ্গে খেলি না কেন, ওরা প্রস্তুত আছে। ওরা নিজেদের এভাবে ধরে রাখতে পারলে, এটা একটা ভালো টুর্নামেন্ট হবে।খেলেই পয়েন্ট চেয়েছিলেন মাশরাফি। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হওয়াটা মেনে নিতে হচ্ছে তাকে।
পয়েন্ট খুব গুরুত্বপূ্র্ণ। আমাদের এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হবে। শুধু আমাদের না, পয়েন্ট সবাইকে সহায়তা করবে।৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ড। অস্ট্রেলিয়ার সমান ৩ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ।