• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

অপকর্ম করতে গিয়ে টাঙ্গাইলে আ’লীগার অস্ত্র ও গুলিসহ আটক


প্রকাশিত: ১১:১৯ এএম, ৯ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি  :   টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 1সাইফুল ইসলাম তালুকদারকে পিস্তল ও গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।শনিবার ভোরে উপজেলা সদরের সূতি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ভোর সাড়ে তিনটার দিকে সাইফুল ইসলামের বাড়ি ঘেরাও করে।

এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। তাঁর কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি জব্দ করেছে পুলিশ।