• শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪

অনুপ চেটিয়া যাবে আসবে নূর হোসেন


প্রকাশিত: ৭:২৬ পিএম, ৩ সেপ্টেম্বর ১৪ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

 

নূর হোসেন। ফাইল ছবি।শফিক আজিজি,ঢাকা:

অবশেষে অনুপ চেটিয়াকে ফিরিয়ে নিচ্ছে ভারত এবং একই সঙ্গে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে নারায়নগঞ্জের সাত খুনের আসামী নূর হোসেন কে।বন্দী বিনিময় চুক্তির প্রেক্ষাপটে শিগগির এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের কলকাতার কেন্দ্রীয় কারাগারে বন্দি নারায়ণগঞ্জের ৭ খুনের প্রধান আসামী নূর হোসেন। ব্যাপক আলোচিত এ সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে নিয়ে দুই দেশের মধ্যে চলছে আলোচনা। তাকে ফিরিয়ে এনে বিচার করতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে চলছে আলোচনা। ভারতও তাকে ফিরিয়ে দিতে রাজি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্রসচিব মোজ্জামেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান। ভারতের স্বরাষ্ট্রসচিব অনীল গোস্বামীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

দুই দেশের স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে অনুপ চেটিয়া সম্পর্কে আলোচনার ব্যাপারে মোজ্জামেল হক খান সাংবাদিকদের জানান, অনুপ চেটিয়াকে বাংলাদেশ ফিরিয়ে দিতে তৈরি আছে। ইতিপূর্বে তিনি বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। এখন তিনি ভারতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশ তাঁকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সদিচ্ছার কথা ভারতকে জানিয়েছে।

স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে ভারতের কলকাতার কারাগারে থাকা নূর হোসেন সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানান মোজাম্মেল হক খান। তিনি জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নূর হোসেনকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার কথা ভারত জানিয়েছে। শুধু নূর হোসেন নয়, ভারতে পালিয়ে থাকা অন্য আসামিদেরও বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্রসচিব বৈঠকে জানিয়েছেন, বঙ্গবন্ধুর খুনিদের কেউ ভারতে আছে কি না—তা নিশ্চিত হয়। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে কেউ যদি ভারতে থাকেন, তাঁদের বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হবে। বৈঠকের এই বিষয়টির কথা পরে সাংবাদিকদের জানান বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব।

এ ছাড়া বৈঠকে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এ ব্যাপারে মোজাম্মেল হক খান বলেন, সীমান্ত হত্যাকাণ্ড কমেছে। তবে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার তাগিদ ভারতকে দেওয়া হয়েছে।

nur hossain-anup chetia

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, নূর হোসেনকে ফিরিয়ে দিয়ে ভারত চাইলে বাংলাদেশের কারাগারে বন্দি উলফা নেতা অনুপ চেটিয়াকে ফিরিয়ে নিতে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নূর হোসেনকে পেতে অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার বিষয়টি চিন্তাভাবনার মধ্যেই রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, অনুপকে হস্তান্তরে আইনগত বাধা দূর করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী বিনিময়-সংক্রান্ত চুক্তি হয়। সব শেষ গত বছর অক্টোবরে দুই দেশের এ চুক্তি অনুসমর্থন দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে উদ্যোগটি আরও এক ধাপ এগিয়ে নেওয়া হয়।

নূর হোসেনকে ফিরিয়ে দেয়ার আলোচনার পরই উঠে আসে দীর্ঘদিন চাপা পড়ে থাকা অনুপ চেটিয়া প্রসঙ্গ। এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, অনুপ চেটিয়ার বিষয়টি বিভিন্ন কারণে চাপা পড়ে ছিল। তবে নূর হোসেন আটক হওয়ার পর আবারও ফাইলটি জায়গা বদল করতে শুরু করেছে। ওই কর্মকর্তা জানান, তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহিঃসমর্পণ চুক্তি কার্যকর হলেও আসামের বিদ্রোহী নেতা অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার বিষয়টি উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়া ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাক্ষাৎকালে ৭ খুন মামলার আসামি নূর হোসেনের বিষয়টি আলোচনায় উঠে আসে। এ সময় নূর হোসেনকে ফেরত দেওয়ার আশ্বাস দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর পরই নূরকে ফেরত দেওয়ার প্রক্রিয়ায় গতি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সে ক্ষেত্রে ২০১৩ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দী প্রত্যর্পণ চুক্তির পর নূর হোসেনই হবেন প্রথম ব্যক্তি, যাকে এ চুক্তি অনুযায়ী বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে।