• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

অধিনায়কত্ব ছাড়তে থ্রেট দেয়া হয়েছিল তামিমকে


প্রকাশিত: ১২:৪০ এএম, ১২ মার্চ ২৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

স্পোর্টস রিপোর্টার : অধিনায়কত্ব ছাড়তে রীতিমত থ্রেট দেয়া হয়েছিল তামিমকে। স্বয়ং তামিম তা ফাঁস করে দিয়েছেন গনমাধ্যমকে।আন্তর্জাতিক ক্রিকেটে কি আদৌ আর ফিরবেন তামিম ইকবাল? আবারও কি জাতীয় দলে দেখা যাবে তাকে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। সদ্যশেষ বিপিএলে তার অনবদ্য পারফরম্যান্স-অধিনায়কত্ব নতুন করে উসকে দিয়েছে সেই প্রশ্ন।

গতকাল ডিপিএলে তার ক্লাব প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও বলেছেন, তামিমের এখনো দেওয়ার অনেক কিছু আছে। তবে তামিম কি ভাবছেন? জাতীয় দলে ফেরা নিয়ে তামিম এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেননি গণমাধ্যমকে।তবে তিনি কি চান তা জানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিকবার বিসিবিকে নিজের মনের কথা জানিয়েছেন তামিম।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে এমন তথ্য। তামিম বলেছেন, ‘জিনিসটা এমন করে দেখানো হচ্ছে যে, জিনিসটাকে আমি ঝুলিয়ে রেখেছি, এটা ঠিক না। আমার সঙ্গে বিসিবির তিনবার বসা হয়ে গেছে। পাপন ভাইর সঙ্গে বসা হয়েছে, তদন্ত কমিটির সঙ্গে বসা হয়েছে। তো কোনো একটা বিষয়ে তো বসা হয়েছে। আর আমি আমার জায়গা থেকে আগে থেকেই পরিষ্কার, একদম শুরু থেকেই। এখানে নতুন করে কিছু বলার আমার পক্ষ থেকে আর নাই তাদের কাছে। ’

তিনি আরও যোগ করেন, ‘তারা আবার আমার সঙ্গে বসতে চাচ্ছেন। আমি বসে আবারও একই কথাই বলবো। অনেক অ্যাকশনে, অনেক ইচ্ছায় বা দল থেকে যদি আমার ওইরকম প্রয়োজন থাকে, টিমের যারা দায়িত্বে আছে তারা যদি আমার সঙ্গে কথা বলে, তাহলে অনেক সময় অনেক সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে। কিন্তু আবার নাও হতে পারে। সুতরাং, এখানেও একটা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। কিন্তু আমার তরফ থেকে যা বলার, তা আমি পরিষ্কার বলে দিয়েছি। একবার না, তিনবার।

গত ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্তের পেছনে ইনজুরির প্রভাব তো ছিলই, ছিল টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের সঙ্গে বিরোধ। যা তার করা সংবাদ সম্মেলন থেকে জানা যায়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভাঙলেও অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত নেন তিনি। সেটিও এশিয়া কাপ শুরুর কয়দিন আগে।

এমন সিদ্ধান্তের পেছনে কারণ জানাতে গিয়ে তামিম বলেন, ‘আমার সঙ্গে পাপন (নাজমুল হাসান পাপন, বোর্ড প্রেসিদনেত) ভাই, জালাল (ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান) ভাইর দেড় ঘণ্টা ধরে মিটিং হয়েছে। আমি সবকিছু তাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কেমন অনুভব করছি। ওখানে ইনজুরি অবশ্যই একটা চিন্তার বিষয় ছিল। এশিয়া কাপের আগে আমরা এসব আলোচনা করেছি। আমার প্রেসিডেন্টের সঙ্গে লম্বা আলোচনা হয়েছে এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের সঙ্গেও। ’

এরপরই আসল বোমা ফাটান এই ওপেনার। তামিমের অভিযোগ, ‘টিম ম্যানেজমেন্ট থেকেও কয়েকবার আমাকে অসম্মান করে, প্রায় থ্রেট দেওয়া হয়েছিল। যে এরকম হলে আমরা অন্য ক্যাপ্টেন দেখবো। তো এরকম অনেক কিছু নিয়েই আমি খুশি ছিলাম না। আরও অনেক কিছু হয়েছে, যা আসলে আমি বলতে চাই না। এগুলো সবই ক্রিকেট বোর্ড জানে। ’