অধিকার আদায় করে নারীদের উন্নয়নে এগিয়ে যেতে হবে:হাসিনা
বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নারীদের অধিকার আদায় করে নিয়ে এগিয়ে যেতে হবে। আরো বেশি করে সম্পৃক্ত হতে হবে উন্নয়নমূলক কাজে।’ আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পগুলোতে বাধ্যতামূলক অগ্রাধিকার রয়েছে। এছাড়া এসএমই ফাউন্ডেশন থেকে সহজে লোন দেয়া হচ্ছে, এতে তারা ব্যবসায়ও প্রসার ঘটাতে পারছেন।
তিনি বলেন, বাংলাদেশ আজকে নারী উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। মেয়েরা যেন সর্বক্ষেত্রে তাদের অবস্থান সুদৃঢ় করতে পারে সেজন্য বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয়।
এ সময় তিনি নারী উন্নয়নে তার সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। বিতরণ করেন রোকেয়া পদক।