• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

অতি গোপনে দীপিকার এনগেজমেন্ট..


প্রকাশিত: ১:৪৮ পিএম, ৩০ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

বিনোদন প্রতিবেদক  :   দীপিকার এনগেজমেন্ট হয়ে গেল। খবরটা টুইটারে জানিয়েছিলেন সাংসদ, 1অভিনেত্রী হেমা মালিনী। এমনকী, দীপিকাকে নতুন জীবনের শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি।হেমা টুইট করতেই হইচই। চুপচাপ দীপিকা পাড়ুকোন তাহলে নিজের জীবনসঙ্গীকে বেছে নিলেন। খোদ হেমা মালিনী যখন অভিনন্দন জানালেন, তাহলে তো সংশয় থাকার কথা নয়। কিন্তু পাত্রটা কে? রণবীর সিং নাকি? এই নিয়ে শুরু হয়ে গেল জোর জল্পনা। কয়েকটা সংবাদমাধ্যম তো খবরও করে দিল।

দীপিকা ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছাও জানিয়ে ফেললেন।হেমা মালিনীর এই টুইট থেকেই দীপিকাকে নিয়ে জল্পনার শুরু। পরে ভুল বুঝতে পেরে আবার টুইট করেন তিনি।কিন্তু নিজের প্রথম টুইটের পরে হেমার দ্বিতীয় টুইটেই সব সংশয় দূর হল। এযেন ঠিক এপ্রিল ফুল।

হেমা মালিনীর টুইট
হেমা মালিনী আসলে টুইটারে তার দীপিকা নামের এক ফলোওয়ারকে এনগেজমেন্টের শুভেচ্ছা জানিয়েছিলেন। পাঁচ-সাত না ভেবে দীপিকার পদবিও লেখেননি তিনি। আর তাতেই হাঁ-কে হাওড়া ধরে নিয়েছে সোশ্যাল মিডিয়া। হেমার ফলোওয়ার দীপিকা হয়ে গিয়েছেন অভিনেত্রী দীপিকা।

ভুল বুঝতে পেরেই দ্বিতীয় টুইট করেন হেমা। সেখানে গোটা ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তিনি।