”অচেনা ঢাকা” -মলি ইসলাম
চেনা পথ-ঘাট সব কিছুই বদলে গেছে-
যেমনি বদলে যায় ঋতু
তেমনি বদলেছে রাজধানী
অনেক বছর পর ঢাকায় এলাম-
চারদিক কেমন অচেনা লাগছে-
আমি যে বাসাটায় উঠি সে বাসাটার –
চারদিকের গাছগুলি অনেক বড় হয়েছে-
কিন্তু অবাক লাগে এই গাছগুলিতে
আজ কোন পাখি এসে বসেনা,
কোন পাখি আজ ডাকেনা-
এক সময় এই বাড়িটার চারপাস ছিল
নিরিবিলি কোলাহল শূন্য
পাখিরা এসে গাছগুলিকে করতো পরিপূর্ণ
আজ সেই বাড়িটার চারপাসটা-হৈ চৈ
ভিষন কোলাহল পূন্য।
এতোটুকু জায়গা খালি পরে নেই
দোকান পাট ঘর বাড়িতে ঠাসা
কোথাও নেই এতোটুকু ফাঁকা।
পাখিরা আর আসেনা এই কোলাহলে
চলে গেছে লোকালয় ছেড়ে অরন্যে।
ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে-
সেখানেও মানুষের প্রচন্ড ভীর-
তবুও পায়ে পায়ে হেঁটে সব দেখলাম
কিছু সময়ের জন্য- মনটা
হয়ে গেল বিষন্ন।
নেমে এলাম নীচে সেই চিরচেনা
সুন্দর লেকের কাছে-
৩২এর লেক এখনো চিরসবুজ,
চোখ ধাঁধানো অন্যনো।
অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল
সবচেয়ে বড় হলো ঢাকার জ্যাম
অস্তির করে তুললো-
এ যেন এক অচেনা ঢাকা ।।