• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

অগ্নিসন্ত্রাস জঙ্গিবাদী-জামায়াত-শিবির যেন পুলিশে না ঢোকে: প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১১:২৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

সংসদ রিপোর্টার ; জনবল নিয়োগের ক্ষেত্রে সচেতন থাকতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত, যারা অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যকলাপে লিপ্ত, তারা যেন একটা সুশৃঙ্খল বাহিনীতে আসতে না পারে, এটা দেখার দায়িত্ব পুলিশ বাহিনীর। জামায়াত-শিবিরের লোক পুলিশ বাহিনী1তে ঢোকার ব্যাপারে সচেতন হবে, এটাই আমি আশা করি।’

তরীরকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর এক প্রশ্নের উত্তরে বুধবার সংসদ অধিবেশনে একথা বলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলের এই নেতা প্রশ্নে বলেন, বিএনপি-জামায়াতের আদর্শের লোকজন পুলিশ বাহিনীতে ঢুকছে।

রাষ্ট্রীয় বাহিনী পুলিশে নিয়োগের একটি নীতিমালা থাকার উল্লেখ করে তাতে সরকারের অযাচিত কোনো হস্তক্ষেপ না করার পক্ষে অবস্থান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশ বাহিনী যখন লোক নিয়োগ করবে, সেখানে দায়িত্বে থাকে তাদের কর্মকর্তারা।…. এখানে আমরা ঠিক হস্তক্ষেপ করতে চাই না। আমরা আশা করি, তারা তা দেখবে।’