• বৃহস্পতিবার , ২ জানুয়ারী ২০২৫

‌‌‍`সর্বজিত’ গোয়েন্দাগিরিতে অমিতাফ-ঐশ্বরিয়া


প্রকাশিত: ২:৪২ পিএম, ২৩ জুলাই ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৯৯ বার

Aishwarya-Amitabhওয়ান ইন্ডিয়া অবলম্বনে নীপা খন্দকার.ঢাকা:  আগেই শোনা গিয়েছিল ওমাং কুমার পরিচালিত ‘সর্বজিত’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। তবে নতুন খবর হলো এখানে নাকি বলিউড অভিনেতা ও ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চনও অভিনয় করছেন।

‘মেরি কম’ ছবির সাফল্যের পর ওমাং এবার সর্বজিত সিংয়ের জীবন নিয়ে বায়োপিক নির্মিত করতে যাচ্ছেন। ভারতের নাগরিক সর্বজিত সন্ত্রাস ও গোয়েন্দাগিরির অভিযোগে পাকিস্তানের একটি আদালত সর্বজিতকে দোষী সাব্যস্ত করে। তাকে মুক্ত করার জন্য বোন দালবীর কাউর অনেক প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু ভালো কিছু হওয়ার আগেই ২০১৩ সালে বন্দীদের আক্রমণে কারাগারেই মারা যান সর্বজিত।

61040ছবিটিতে সর্বজিতের চরিত্রে অভিনয় করবেন রণদীপ হুদা। দালবীরের চরিত্রে থাকবেন ঐশ্বরিয়া রায়। এখান শোনা যাচ্ছে, ছবিটিতে ওমাং অমিতাভ বচ্চনকেও রাখছেন। ছবিটিতে একজন পাকিস্তানি আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। এখানে সর্বজিতের হয়ে পাকিস্তানের আদালতে লড়াই করতে দেখা যাবে তাকে।

এর আগে ‘মোহাব্বাতেন’, ‘খাকি’, ‘হাম কিসিসে কাম নাহি’, ‘সরকার রাজ’ ও ‘বান্টি অর বাবলি’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও ঐশ্বরিয়াকে। আগামী অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করা হবে।