• মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫

৩১ গাড়িসহ ডুবল শাহআমানত


প্রকাশিত: ৭:২৪ পিএম, ২৭ অক্টোবর ২১ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২৩ বার

শিবালয় প্রতিনিধি : ৩১ গাড়িসহ ডুবল শাহআমানত। মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে আমানত শাহ নামের একটি রো-রো ফেরি  যানবাহনসহ যমুনা নদীতে উল্টে গেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে এ ঘটনায় ১৫ জনের আহত হওয়ার খবর এলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।বিআইডব্লিটিসির আরিচা ঘাট কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এ প্রতিবেদককে জানান, সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে আমানত শাহ নামের দীর্ঘদিনের পুরানো রো-রো ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল পৌনে ১০টার দিকে ফেরিটি পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ভেড়ে। এরপর দু’টি পণ্যবাহী ট্রাক ও ২-৩টি মোটরসাইকেল এবং শতাধিক যাত্রী ফেরি থেকে নামার পরপরই ফেরিটি ডান ডানদিকে কাত হয়ে পড়ে যায়।

তিনি জানান, ফেরি ও এতে থাকা যানবাহনগুলো উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিআইডব্লিউটিসির আরিচা অফিসের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে আমানত শাহ ফেরিটি কাত হয়ে পড়ে যাওয়ার সময় এতে ১৭টি পণ্যবাহী ট্রাক ও ১৪টি মোটরসাইকেল ছিল। ফেরি ও যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।