• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

৩০০ তিমির আত্মহত্যা’য় তোলপাড় নিউজিল্যান্ড


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৬৪ বার

বিবিসি থেকে অনলাইন ডেস্ক রিপোর্টার : হঠাৎ করেই নিউজিল্যান্ডের সমুদ্র তীরে এসে আত্মহত্যা timi-www.jatirkhantha.com.bdকরা শুরু করেছে তিমি মাছ। জানা যায় প্রায় ৪০০ তিমি মাছ সমুদ্র তীরের বালুতে উঠে এসেছে। তাদের আবারো সমুদ্রে ফেরত পাঠাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। এখন পর্যন্ত সেখানে ৩০০ তিমি মারা গেছে বলে জানায়।

timi-www.jatirkhantha.com.bd.--ঠিক কি কারণে তিমি মাছ এভাবে তীরে উঠে আসে সে সম্পর্ক স্পষ্ট কোন ধারণা নেই বিজ্ঞানীদের। তবে তাদের ধারণা, তিমি মাছ আহত হলে, বৃদ্ধ হয়ে গেলে বা তার চলাচলের দিক নির্দেশক ব্যবস্থা ঠিক মত কাজ না করলে এভাবে সমুদ্র তীরে উঠে আসে তারা।

কেউ এভাবে সমুদ্রের তীরের বালুতে উঠে আটকে গেলে একটি সিগনাল পাঠায় সমুদ্রে। ধারণা করা হয়, এই সিগনালটি সাহায্য চাওয়ার জন্য পাঠানো হয়। আর তাতে আকৃষ্ট হয়ে দলে দলে তিমি তীরে উঠে আসে এবং বালু ভূমিতে আটকে যায়।