• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

২২শর্তে বিএনপিকে জনসভার অনুমতি


প্রকাশিত: ৪:৩৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

স্টাফ রিপোর্টার : ২২শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি জনসভার অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জনসভার অনুমতি পাওয়ার কথা জানান। তার ঘণ্টাখানেক আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে বলেছিলেন, ধৈর্য ধরুন, পুলিশের অনুমতি পেয়ে যাবেন।

রিজভী বলেন, আমাদেরকে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জনসভার অনুমতি দিয়েছে। ইনশাল্লাহ, আগামীকাল একটি সফল জনসভা হবে। এই জনসভায় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে বিএনপির সম্পর্ক কী হবে, তার দিক-নির্দেশনা এই জনসভায় আসার কথা।২২ শর্তে ঢাকা মহানগর পুলিশ এই জনসভার অনুমতি দিয়েছে বলে জানা গেছে।

বিএনপি এই জনসভাটি করতে চেয়েছিল গত বৃহস্পতিবার। তখন বিএনপি নেতারা তারিখ পিছিয়ে শনিবার নির্ধারণের কথা জানিয়ে বলেছিল, পুলিশ তাদের ছুটির দিনে কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছে।শনিবার ক্ষমতাসীন ১৪ দলেরও সমাবেশের কর্মসূচি থাকায় দেখা দেয় উত্তেজনা। এর মধ্যে পুলিশের অনুমতিও পাচ্ছিল না বিএনপি। শেষ পর্যন্ত একদিন আগে অনুমতি পেল।

সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছিল বিএনপি। ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন।দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে খালেদা এখন কারাগারে রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তার মুক্তির শর্তও রয়েছে বিএনপির।ঢাকায় গত ১ সেপ্টেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করেছিল বিএনপি। এরপর এটাই বড় কর্মসূচি দলটির।

২২শর্তগুলোর মধ্যে আরও রয়েছে

নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে স্থাপন করতে হবে, নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে আসা প্রতিটি যানবাহন তল্লাশি করতে হবে, নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে, অনুমোদিত স্থানের বাইরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না, অনুমোদিত স্থানের বাইরে সড়ক ও ফুটপাতে প্রজেকশন ব্যবহার করা যাবে না, অনুমোদিত স্থানের বাইরে সড়কে অথবা ফুটপাতে সমবেত হওয়া যাবে না, আজান, নামাজ এবং ধর্মীয় সংবেদনশীল সময় মাইক চালু রাখা যাবে না, জনসভার মঞ্চ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, জনসভার ২ ঘণ্টা আগে মানুষ জনসভাস্থলে আসতে পারবে, বিকেল ৫টার মধ্যে জনসভা শেষ করতে হবে, মিছিল সহকারে জনসভায় আসা যাবে না, ব্যানার-ফেস্টুনের আড়ালে কোনো ধরনের লাঠি, রড আনা যাবে না, শর্ত না মানলে তাৎক্ষণিকভাবে অনুমতি বাতিল বলে গণ্য হবে, জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ এ অনুমতি বাতিল করতে পারবে।