• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

‘১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে আবুল হোসেনের মর্যাদা ফিরিয়ে দিন’


প্রকাশিত: ১০:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৮ বার

2

বিশেষ প্রতিনিধি  :  দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুর নির্মাণকাজ বিলম্বিত হওয়ায় বিশ্বব্যাংকের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। একই সঙ্গে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রে জড়িতদের সংসদীয় স্থায়ী কমিটিতে ডেকে স্পিকারের কাছে জবাবদিহিতা করার দাবিও উঠেছে।

কিন্তু যিনি বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে অপমাণিত হলেন সেই সাবেক সফল নির্দোষ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মান-মর্যাদাহানির বিষয়ে রহস্যজনক নিরব আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবুল হোসেন সমর্থক গোষ্ঠী। বুধবার রাতে সাবেক সফল মন্ত্রী আবুল হোসেন সমর্থক গোষ্ঠীর  নেতারা জাতিরকন্ঠে ফোন করে অবিলম্বে তাঁর মর্যাদা ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংগঠনটির আহবায়ক বাদশা খন্দকার বলেছেন, ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ বাংলাদেশকে দিয়ে আবুল হোসেনের মর্যাদা ফিরিয়ে দিন।

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দাবি করা এ ক্ষতিপূরণ বিশ্বব্যাংককে দিতে হবে। এ বিষয়ে অর্থমন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ১৪ দল নেতারা অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের অংশীদার দেশ। বিশ্বব্যাংক কেন এটা করল তার জবাব বাংলাদেশ চাইতেই পারে। ১৪ দল বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগের জবাব চায়। মোহাম্মদ নাসিম বলেন, এই ষড়যন্ত্রের নাটের গুরু ড. মুহাম্মদ ইউনূস। নোবেল পুরস্কার পাওয়ার প্রভাব খাটিয়ে তিনি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন।

ওয়ান-ইলেভেনের সময় তার ভূমিকার বিষয়েও সবাই জানে। তার প্রতিটি কাজেই দেশদ্রোহ স্পষ্ট। একটা চক্র সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের অন্যতম নজির পদ্মা সেতু নির্মাণের কাজ তিনি বাধাগ্রস্ত করেন। তাই স্পিকারের কাছে আবেদন করেছি, জবাবদিহিতার জন্য তাকে সংসদীয় স্থায়ী কমিটিতে ডাকতে হবে। ইউনূসসহ যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও সংসদীয় কমিটিতে ডাকতে হবে।

নতুন ইসিকে অভিনন্দন জানিয়ে নাসিম বলেন, এ ইসি আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে আমরা বিশ্বাস করি।  এর আগে বৈঠকে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ কানাডার আদালতের রায়ে নাকচ হওয়ার বিষয়ে ১৪ দলের নেতারা আলোচনা করেন। অভিযোগ মোকাবেলায় ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বিজয় ছিনিয়ে আনা এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের চ্যালেঞ্জ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। একইসঙ্গে স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেও অভিনন্দন জানানো হয়।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মাহবুবউল আলম হানিফ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, এস এম কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, গণআজাদী লীগের এসকে সিকদার, জাতীয় পার্টির (জেপি) শেখ শহীদুল ইসলাম, তরীকত ফেডারেশনের এম এ আওয়াল, ন্যাপের ইসমাইল হোসেন প্রমুখ।