• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

হিন্দু মুসলমানের সহাবস্থানের জন্য গরুর মাংস খাওয়া ছেড়ে দিন’


প্রকাশিত: ২:০২ পিএম, ৪ এপ্রিল ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭১ বার

অনলাইন ডেস্ক রিপোর্টার :  মুসলমানদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন 22ভারতের আজমির শরিফ দরগার প্রধান জাইনুল আবেদিন খান। দেশটিতে গরুর মাংস নিয়ে চলা বিবাদের মধ্যে তিনি এ পরামর্শ দিলেন।

সোমবার খাজা মইনুদ্দিন চিশতির ৮০৫তম মৃত্যুবার্ষিকীতে ভাষণ দিতে গিয়ে তিনি এই আবেদন করেছেন। তার ব্যাখ্যা, হিন্দু ভাবাবেগকে মর্যাদা দিয়ে মুসলমানদের উচিত গরু হত্যা বন্ধ করা ও গরুর মাংস খাওয়া ছেড়ে দেয়া।

তিনি বলেন, খাজা মইনুদ্দিন চিশতি হিন্দু ও মুসলমানের সহাবস্থানের জন্য সারা জীবন লড়াই করে গেছেন। সেই পথ অনুসরণ করে হিন্দু ভাবাবেগকে সম্মান জানিয়ে মুসলমানদের উচিত গরুর মাংস খাওয়া ছেড়ে দেয়া।

শুধু তাই নয়, গুজরাটে গরু হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়েও সন্তোষ প্রকাশ করে দরগা প্রধান জাইনুল আবেদিন খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গরুকে জাতীয় পশুর মর্যাদা দেয়ার আবেদন করেন।