• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

হাজারীবাগ-ধানমন্ডিতে গনজোয়ার-আলেম ওলামারা ঐক্যবদ্ধ-ফ্লাক্স মার্কাকে জয়যুক্ত করার অঙ্গীকার


প্রকাশিত: ৭:৩৯ পিএম, ২৩ এপ্রিল ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

olama masayek-www.jatirkhantha.com.bdসাঈদ রহমান.ঢাকা: এবার হাজারীবাগ-ধানমন্ডি এলাকায় গনজোয়ার উঠেছে ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের পক্ষে।খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার গভীর রাত পর্যন্ত  ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের পক্ষে হাজারীবাগ-ধানমন্ডির আলেম ওলামারা ফ্লাক্স মার্কাকে জয়যুক্ত করার অঙ্গীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবার হাজারীবাগ ধানমন্ডি এলাকার আলেম ওলামারা সমর্থন দিলেন ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানকে। বুধবার হাজারীবাগ ধানমন্ডি এলাকার আলেম ওলামারা গভীর রাত পর্যন্ত দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের পক্ষে জনসংযোগ করেন।

আল্লাভীরু মেয়র প্রার্থী হাজী আব্দুর রহমানের পক্ষ নিয়ে তাঁরা ভোটারদের বাড়ি বাড়ি যান এবং প্রার্থীর ফ্লাক্স মার্কা লিফলেট, নির্বাচনী ইশতেহার বিতরন করেন।আলেম ওলামারা এসময় হাজারীবাগ ধানমন্ডি এলাকার বিভিন্ন মাদ্রাসায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

আলেম ওলামারা এলাকায় একাধিক পথসভা করেন এবং বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মত বিনিময় সভা করেন।এসব সভায় আল্লাভীরু মেয়র প্রার্থী হাজী আব্দুর রহমানের পক্ষ নিয়ে আলেম ওলামারা বলেন,  এবার ভোটারদের ঈমানি পরীক্ষা দেয়ার সময় এসেছে।কারণ, আল্লাভিরু মেয়র প্রার্থী ছড়া ডিসিসি দক্ষিনের কোন উন্নতি হবেনা।কাজেই হাজী আব্দুর রহমানকে জয়লাভ করাতে হবে।

পরে আলেম ওলামারা জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের এক মত বিনিময় সভায় যোগদান করেন। মত বিনিময় সভায় স্থানীয় হাজারীবাগ ধানমন্ডি এলাকার আলেম ওলামারাসহ হাজারীবাগ বড় মসজিদ, ঝাউচর জামে মসজিদ, বেরিবাঁধ জামে মসজিদ, দুলালমহল জামে মসজিদ, এমপি ট্যানারি জামে মসজিদ এর খতিব ও ইমাম সাহেবরা হাজী আব্দুর রহমানের ফ্লাক্স প্রতিকের পক্ষে কাজ করার অঙ্গীকার করে তাঁকে  জয়যুক্ত করার অঙ্গীকার করেন।