• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

হঠাৎ মিয়ানমার সীমান্তরক্ষীদের বিজিবি ক্যাম্পে মর্টারসেল নিক্ষেপ


প্রকাশিত: ৩:১২ পিএম, ১২ মে ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৯ বার

থানচি. বান্দরবান সংবাদদাতা  :    বান্দরবানের থানছিতে বিজিবি ক্যাম্পে ৩টি মর্টার সেল নিক্ষেপ 000করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও পাল্টা মর্টার সেল নিক্ষেপ করে। এঘটনার পর থেকে সীমান্ত জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

বুধবার রাতে জেলার থানছি উপজেলার সীমান্তবর্তী বড়মদকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জেলার থানছি উপজেলার সীমান্তবর্তী দূর্গম বড় মদক বিজিবি ক্যাম্প লক্ষ করে ৩টি মর্টারসেল নিক্ষেপ করে মিয়ানমারের সীমান্তরক্ষীরা। মর্টারসেলগুলো ক্যাম্প থেকে প্রায় একশ গজ দূরত্বে বিজিবি হেলিপ্যাডে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা ২টি মর্টারসেল নিক্ষেপ করে মিয়ানমার সীমান্তরক্ষীর ক্যাম্পে।
হঠাৎ মিয়ানমার সীমান্তরক্ষীরা বিজিবি ক্যাম্পে মর্টারসেল নিক্ষেপের কারণ জানা যায়নি। তবে থানছিতে মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের আর্মীর একটি দল কয়েকদিন ধরে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে ঘটনার পর থেকে মিয়ানমার সীমান্ত জুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। তবে বিজিবি এবং নিরাপত্তার বাহিনীর দায়িত্বশীল সূত্রগুলো ঘটনা সর্ম্পকে কোনো ধরনের কথা বলতে রাজি হয়নি।

প্রসঙ্গত, ২০১৫ সালের জুলাই মাসে থানছি উপজেলার বড় মদক এ বিজিবি ক্যাম্পে হামলা চালিয়েছিল মিয়ানমার। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন বিজিবি সদস্যও আহত হয়েছিল।