• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

স্যাম আইজ্যাক রিজেন্ট এয়ারে যোগ দিলেন


প্রকাশিত: ৯:১০ পিএম, ২৯ জুন ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪০ বার

স্টাফ রিপোর্টার: ঢাকা:
regent রিজেন্ট এয়ারে যোগ দিলেন এভিয়েশন ব্যবসার অন্যতম দিকপাল স্যাম আইজ্যাক।তাঁর কর্ম দক্ষতায় রিজেন্ট এয়ার অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ঠরা ।গত ২৮ জুন তিনি প্রতিষ্টানটির প্রধান উপদেষ্ঠা হিসেবে যোগ দেন।

এর আগে স্যাম আইজ্যাক চিফ ফাইনান্সিয়াল অফিসার পদে দায়িত্ব পালন করেন স্পাইস জেট লিমিটেডেএছাড়ও তিনি ফাইনান্সিয়ালএডভাইজার হিসেবে কাজ করেছেন সৌদি এরাবিয়ান এয়ার লাইন্সে, অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ইতিহাদ এয়ারওয়েজে।

এছাড়াও তিনি এমিরেটসে সিনিয়র ফাইন্যান্স সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
RegentAirwaysLogo_415675495এছাড়াও তিনি কেপিএমজি এডভাইজরি, স্পাইনেস এবং পুনজ নামের প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রিজেন্ট এয়ারওয়েজ ২০১০ সালের ১০ নভেম্বর এভিয়েশন ব্যবসা শুরু করে।হাবিব গ্র“পের এই প্রতিষ্ঠান রিজেন্ট এয়ার বর্তমানে কুয়ালালামপুর, চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার, সিলেট এবং যশোর রুটে ফ্লাইট পরিচালন করছে।
২৯ জুন, ২০১৪।