• বৃহস্পতিবার , ২ জানুয়ারী ২০২৫

স্বাগত জানাইনি, সংশয় প্রকাশ করেছি-অর্থমন্ত্রীর বক্তব্যের নিন্দা এরশাদের


প্রকাশিত: ৮:০৭ পিএম, ৭ জুন ১৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

নিজস্ব প্রতিবেদক :  জুন ০৭, ২০১৪:

 

স্বাগত নয়, বাজেট নিয়ে সংশয়ের কথা আজ শনিবার রাজধানীর বনাননীতে সংবাদ সম্মেলন করে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ছবি: ফোকাস বাংলাজাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রস্তাবিত বাজেট সম্পর্কে বলেছেন, ‘স্বাগত জানাইনি, সংশয় প্রকাশ করেছি। আর এ সংশয় দূর হবে কেবল বাজেট বাস্তবায়ন হলে।’ বাজেটকে স্বাগত জানান, নাকি প্র্রত্যাখ্যান করেন—সাংবাদিকেরা এক কথায় উত্তর জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। এ সময় জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানান তিনি।আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন এরশাদ এ সংশয় প্রকাশ করেন। প্রস্তাবিত বাজেটের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলটি এ সংবাদ সম্মেলন ডাকে। তবে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ সময় উপস্থিত ছিলেন না।

রওশন এরশাদ নেই কেন—এ প্রশ্নে জবাবে এরশাদ বলেন, ‘আমি পার্টির চেয়ারম্যান। পার্টির দায়িত্ব তো আমার। ওনার পক্ষ থেকে আমি প্রতিক্রিয়া জানাচ্ছি।’

প্রস্তাবিত বাজেটের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার দাবি জানিয়ে এরশাদ বলেন, বাস্তবে এটি একটি স্বপ্নবিলাসী বাজেট। এ প্রসঙ্গে অর্থমন্ত্রীর স্বীকার করা ‘উচ্চাভিলাষী’ বাজেটের উল্লেখ করে তিনি বলেন, ‘বাজেট উচ্চাভিলাষী হোক, তাতে আপত্তি নেই। কিন্তু স্বপ্নবিলাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হোক, তা আমরা চাই না।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, বাজেটে যত উচ্চ আশাই করা হোক না কেন, তার কোনোটিতেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সম্ভব হবে না; যদি দেশে সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশে গণতন্ত্রের বিকাশ ঘটানো না যায়। দেশে যদি সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটতেই থাকে, তা হলে অভ্যন্তরীণ বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগ শূন্যের কোটায় চলে যাবে। নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনার পর বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

তা হলে কি দেশে সুশাসন, আইনশৃঙ্খলা নেই?—এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সুশাসন অনুপস্থিত।’ তিনি বলেন, ৬৭ হাজার ৫৫২ কোটি টাকার ঘাটতি আছে এ বাজেটে। এই ঘাটতি পূরণে অর্থমন্ত্রী যেসব সূত্রের কথা বলেছেন, তা দেখে এ বাজেটকে স্বপ্নবিলাসীই মনে হয়। কারণ, গত এক বছরে বৈদেশিক সাহায্য হিসাবে ২৪ হাজার কোটি টাকা পাওয়া যায়নি। সুতরাং, বৈদেশিক উত্স থেকে অর্থ না পেলে সরকারকে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নিতে হবে। আর বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিলে বেসরকারি উদ্যোক্তারা ঋণ কম পাবেন। সামগ্রিক বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় আছে বলে জানান এরশাদ।

‘এবার অবশ্য বিরোধী দল ছিল। তা যে ধরনের বিরোধী দলই হোক না কেন’—৫ জুন সংসদে বাজেট পেশ করার সময় বিরোধী দলের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী এ বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্য তাচ্ছিল্য কি না—জানতে চাইলে এরশাদ বলেন, ‘উনার এ ধরনের বক্তব্যে আমরা মর্মাহত। বিরোধী দল এই প্রথমবারের মতো বাজেটের সময় সংসদে ছিল, এতে তাঁর সাধুবাদ জানানো উচিত ছিল। আমরা তাঁর এ বক্তব্যের নিন্দা জানাই।’

সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের সাংসদ ও সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন, এস এম ফয়সাল চিশতী, আবদুর সবুর উপস্থিত ছিলেন।