স্বপ্ন যে তুই মোর সূর্য যে তুই…
মিনাল সেন: স্বপ্ন যে তুই মোর সূর্য যে তুই…বিশ্বের কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখানো সেই মহাপুরষ আর নেই।চলে গেলেন এপিজে আবদুল কালাম।এক স্বপ্নবাজের অকাল মৃত্যু কাঁদিয়ে গেল বিশ্বকে। সারা ভারত তাঁকে যে নামে ডেকে এসেছে, সেই ‘মিসাইলম্যান’, অজাতশত্রু, স্বপ্নের ফেরিওয়ালা? নাকি এর সব কটাই? যাঁদের জন্য তিনি সারাটা জীবন শুধুই ভেবে এসেছেন, যাঁদের মনে কিছু হওয়ার আগুনটা জ্বালিয়ে দিতে চেয়েছেন, সেই ছাত্রছাত্রীদের সান্নিধ্যেই জীবনের শেষনিশ্বাস যখন ছাড়লেন, তখন এসব কটি বিশেষণই তাঁর জন্য উপযুক্ত বলে মনে হলো।