• বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪

সৌদি সড়ক কেড়ে নিল ৭ বাংলাদেশিকে


প্রকাশিত: ১২:৪১ পিএম, ৭ জানুয়ারী ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৯১ বার

সৌদি আরব থেকে আরিফ আহমেদ  :  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশিসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। স্থানীয় সময় শনিবার সকালে সৌদির জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই জিজান প্রদেশের আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী।
1111
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কোম্পানির পিকআপে করে তারা মোট ২৭ জন কর্মস্থলে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি উল্টে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে সাত জনের লাশ পায়। আরও ১৫ জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে, যাদের মধ্যে ছয়জনের অবস্থা ছিল গুরুতর।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নরসিংদীর আলমগীর হোসেন, মোহাম্মদ ঈদন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাঈদুর রহমান, নারায়নগঞ্জের মতিউর রহমান, কিশোরগঞ্জের জসিম। অন্যজনের পরিচয় জানা যায়নি।