• মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫

সোমবার ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক


প্রকাশিত: ১:৩৮ পিএম, ২৮ জানুয়ারী ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

স্টাফ রিপোর্টার :  দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন ec-sarch-www.jatirkhantha.com.bd(ইসি) গঠনে রাষ্ট্র্রপতিকে সহায়তার লক্ষ্যে গঠিত সার্চ কমিটি। আগামী সোমবার বিকাল ৪টায় সুপ্রিমকোর্ট ভবনের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার একই স্থানে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য দেন।

এই ১২ বিশিষ্ট ব্যক্তি হলেন- সাবেক বিচারপতি আবদুর রশিদ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. একে আজাদ চৌধুরী, অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম, সাবেক আইজিপি নূরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শামসুল হুদা, নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.)সাখাওয়াত হোসেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।