• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

সিলেটের জঙ্গি আস্তানায় যুদ্ধাবস্থা-গুলি গ্রেনেড বোমার বিস্ফোরণ


প্রকাশিত: ১:৫২ পিএম, ২৬ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

সিলেট থেকে মাসুদার রহমান  :  সিলেটের জঙ্গি আস্তানায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। মহা জঙ্গি Sylhet jongi-www.jatirkhantha.com.bdআতংকে পরিণত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা। এখানকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ কাছে আজ রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে অন্তত তিনটি বিস্ফোরণ ছিল খুবই শক্তিশালী। এ ছাড়া সকাল থেকেই থেমে থেমে আরও বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টা ৫৭ মিনিট, ১০টা ৭ মিনিট ও ১১টা ৪৫ মিনিটে শক্তিশালী তিনটি বোমার বিস্ফোরণ হয় আতিয়া মহল ও আশপাশে। এর মধ্যে শেষ বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণের পর গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় থাকা পুলিশের এক সদস্য বলেন, বিস্ফোরণের পর আতিয়া মহলের পলেস্তারা খসে পড়েছে। দেখে মনে হচ্ছে ভবনটি কিছুটা হেলে পড়েছে।
Sylhet jongi-www.jatirkhantha.com.bd.1
গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পাড়াইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও দলবদ্ধভাবে চলাফেরা না করার আদেশ জারি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, উদ্ধার করা ৭৮ জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।