• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

সাসি-বিশ্বের লিলিপুট সেক্সি পোল ডান্সারের গোপন অধ্যায়-


প্রকাশিত: ২:০৩ পিএম, ২৪ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৮৩ বার

মীরা নায়ার   :   উচ্চতা ২ ফুট ১০ ইঞ্চি। ১৮ মাস বয়সের পর থেকে আর উচ্চতায় বাড়েননি তিনি। কিন্তু শরীর কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁর কাছে। ছোট থেকে যে স্বপ্ন তিনি দেখেছিলেন আজ তা সত্যি তাঁর জীবনে। তিনি সাসি কাসি (sasi-poll dancer-www.jatirkhantha.com.bd২৫)। উচ্চতার নিরিখে বিশ্বের সবথেকে ছোট পোল ডান্সার।

মার্কিন মুলুকের পোল-ডান্সের জলসায় এখন চমক লিলিপুট সাসি। আমেরিকার মিনেসোটা শহরে জন্ম তাঁর। সেখানকার জনপ্রিয় ডান্সার তিনি। সাসি দ্য পোল ডান্সার সাগরপাড়ে বেশ পরিচিত নাম। তাঁকে সব সময় আগলে রাখেন তাঁর ছ’ফুট উচ্চতার বয়ফ্রেন্ড। সাসির কথায়, “আমার উচ্চতা আমার দুর্বলতা নয়। বরং নিজেকে পৃথিবীর সবচেয়ে ছোট পোল ডান্সার বলতে গর্ব হয়।”

বিভিন্ন জায়গায় পারফর্ম করে প্রচুর পুরস্কারও জেতা সাসির দাবি, এটা তাঁর অধিকার। তাঁর দিদি বা সত্ ভাইবোনেরা কেউই শারীরিক গঠনের দিক থেকে তাঁর মতো নন। কিন্তু এই কম উচ্চতা নিয়ে সাসির কোনও দুঃখ নেই। বরং এতে সেলেব মর্যাদা পাওয়ায় তা বেশ এনজয় করেন বিশ্বের এই লিলিপুট পোল ডান্সার।