• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

সামরিক শাসন আমলের পদ্ধতি পুনর্বহাল বোধগম্য নয়: আইনমন্ত্রী


প্রকাশিত: ৬:৪৯ পিএম, ৩ জুলাই ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

সচিবালয় রিপোর্টার :  সামরিক শাসন আমলের পদ্ধতি পুনর্বহাল  বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। lllসোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিচারপতিদের অপসারণে সামরিক সরকারের করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে গণতান্ত্রিক ব্যবস্থাপনার সঙ্গে আদালত কেন সাংঘর্ষিক মনে করছেন না তা আমার বোধগম্য নয়। বিচারপতি অপসারণের বিষয়ে সংসদের হাতে যে ক্ষমতা ছিল সেটি ১৯৭২ সালের মূল সংবিধানের অন্তর্ভুক্ত। আজ আপিল বিভাগ একটি সংক্ষিপ্ত আদেশ দিয়ে আমাদের আপিল খারিজ করে দিয়েছেন। এখনও আমরা পূর্ণাঙ্গ রায় পায়নি। রায় পেলে আমাদের করণীয় নির্ধারণ করবো।’

পৃথিবীর অন্যান্য দেশে বিচারপতি অপসারণের পদ্ধতি কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব গণতান্ত্রিক দেশেই বিচারপতি অপসারণের ক্ষমতা যার কাছে আছে আমরা সেটিই প্রবর্তণ করেছিলাম। আমাদের এখানে সেটিই হবে।’

আপনারা যেটি করতে চাচ্ছেন এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তা সাংঘর্ষিক হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংঘর্ষিক হবে না। তবে ভিন্ন কিছু একটা হবে। পূর্ণাঙ্গ রায় পেলেই করণীয় চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কিনা-প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। রায় পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো।’