• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

সরকার হটানোর প্লান করছিল ২৮ নারী জামায়াতি


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

বিশেষ প্রতিনিধি  :  রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আটক ২৮ নারী জামায়াতি সরকার হটানোর 28 nari jamat-www.jatirkhanthatha.com.bdপ্লান করছিল। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের ডেপুটি কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘রাজধানীতে আটক হওয়া জামায়াতে ইসলামীর ২৮ নারী সমবেত হওয়ার উদ্দেশ্য ছিল সরকারকে অবৈধ উপায়ে বিব্রত করা।’ আটককৃতদের মধ্যে কয়েকজন যুদ্ধপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্য রয়েছে বলেও জানান তিনি।

আটক হওয়া জামায়াতে ইসলামীর ২৮ নারী সদস্য শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বিপ্লব কুমার বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল মোহাম্মদপুর এলাকায় এ ধরনের বৈঠক মাঝে মাঝে হয়।

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আমরা বাসাটি নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালাই। অনেকক্ষণ চেষ্টা করলেও তারা প্রথমে দরজা খুলতে চায়নি। একপর্যায়ে পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে তারা দরজা খুলে দেয়। পরবর্তীতে তাদের ২৮ জনকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘আটককৃতদের মধ্যে কয়েকজন যুদ্ধপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্য রয়েছে। এদের মধ্যে রোকন পর্যায়ের নেত্রীও রয়েছে। তাদের কাছ থেকে উগ্রবাদ ছড়ানোর অভিযুক্ত ব্যক্তিদের বই, লিফলেটসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। তারা শুধুমাত্র ঢাকা নয়, বিভিন্ন জেলা থেক এসেছে বলে জানা গেছে।

তারা অনেকেই শিক্ষিত। কেউ কেউ কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তবে অনেকেই তাদের প্রকৃত পরিচয় দিচ্ছে না।’ বিপ্লব কুমার বলেন, ‘আমরা তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা ধর্মের ও তাবলীগের কথা বলে ধর্মের আড়ালে নাশকতা ছড়ানোর পরিকল্পনায় ছিল।’

আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন চাওয়া হবে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের ১১/৭ বাড়ির দোতলা থেকে গোপন বৈঠককালে জামায়াতে ইসলামীর ২৮ নারী সদস্যকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো-

১. শাহনাজ বেগম (৫৬)-বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটার অথবা সভানেত্রী।

২. নাইমা আক্তার নাইমা (৫৫)-জামায়াতে ইসলামীর রোকন।

৩. উম্মে খালেদা (৪০)-জামায়াতে ইসলামীর কর্মী।

৪. জোহরা বেগম (৩৫)-জামায়াতে ইসলামীর রোকন।

৫. সৈয়দা শাহিন আক্তার (৪০)-জামায়াতে ইসলামীর রোকন।

৬. উম্মে কুলসুম (৪২)-জামায়াতে ইসলামীর সাথী।

৭. জেসমিন খান (৪৩)-জামায়াতে ইসলামীর রোকন।

৮. খোদেজা আক্তার (৩২)-জামায়াতে ইসলামীর সাথী।

৯. সালমা হক (৪৫)-জামায়াতে ইসলামীর রোকন।

১০. সাকিয়া তাসনিম (৪৭)-জামায়াতে ইসলামীর রোকন।

১১. সেলিমা সুলতানা সুইটি (৪৮)-জামায়াতে ইসলামীর রোকন।

১২. হাসসা (৪৫)-জামায়াতে ইসলামীর রোকন।

১৩. আখলিমা ফেরদৌস আঁখি (৪৭)-জামায়াতে ইসলামীর রোকন।

১৪. রোখসানা বেগম (৫১)-জামায়াতে ইসলামীর সদস্য।

১৫. আফসানা মিমি (২৫)-জামায়াতে ইসলামীর কর্মী।

১৬. শরীফা আক্তার (৫৩)-জামায়াতে ইসলামীর সদস্য।

১৭. রুবিনা আক্তার (৩৮)-জামায়াতে ইসলামীর রোকন।

১৮. তাসলিমা (৫২)-জামায়াতে ইসলামীর সদস্য।

১৯. আসমা খাতুন (৩৫)-জামায়াতে ইসলামীর রোকন।

২০. সুফিয়া ওরফে চাঁদনি (৪১)-জামায়াতে ইসলামীর সমর্থক।

২১. আনোয়ারা বেগম (৪৬)-জামায়াতে ইসলামীর রোকন।

২২. ইয়াসমিন আক্তার (৪১)-জামায়াতে ইসলামীর কর্মী।

২৩. সাদিয়া (৪৫)।জামায়াতে ইসলামীর ইসলামীর সমর্থক।

২৪. ফাতেমা বেগম (৫১)।জামায়াতে ইসলামীর সমর্থক।

২৫. উম্মে আতিয়া (৪৬)-জামায়াতে ইসলামীর রোকন।

২৬. রুমা আক্তার (৩২)-জামায়াতে ইসলামীর রোকন।

২৭. রাজিয়া আক্তার (৪২)।জামায়াতে ইসলামীর সমর্থক।

২৮. রহিমা খাতুন রিমা (৩০)।জামায়াতে ইসলামীর রোকন।